বাংলাহান্ট ডেস্ক : ফের তুলকালাম কাণ্ড বলিউডে। বেশ কিছুদিন ধরেই বিষ্ণোই গ্যাংয়ের হুমকি নিয়েই জীবনযাপন করছেন সলমন খান। আর এবার তাঁরই প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানির (Sangeeta Bijlani) সঙ্গে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। ভাঙচুর করে বড়সড় চুরির ঘটনা ঘটল তাঁর পুনের ফার্মহাউসে। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
বড়সড় বিপাকে সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani)
জানা যাচ্ছে, গত ১৮ ই জুলাই নিজের দুজন গৃহকর্মীর সঙ্গে পুনের ফার্মহাউসে গিয়েছিলেন সঙ্গীতা (Sangeeta Bijlani)। কিন্তু ফার্মহাউস চত্বরে ঢুকেই হতবাক হয়ে যান তিনি। দেখতে পান, কেউ বা কারা জোরজবরদস্তি দরজা ভেঙে ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকতেই বোঝা যায়, বড়সড় লুট হয়ে গিয়েছে ফার্মহাউসে।
কী কী চুরি গিয়েছে: ঘটনায় পুলিশ তদন্তে নেমে জানায়, ব্যাপারটা সম্ভবত আগে থেকে সুচারুভাবে পরিকল্পনা করে রাখা। পুলিশ সূত্রেই খবর, জানলার গ্রিল ভেঙে ফেলা হয়েছে। বেশ কিছু জিনিস চুরি গিয়েছে। মূল্যবান অনেক জিনিসই খোওয়া গিয়েছে। এমনকি গৃহস্থালীর অনেক জিনিস ভাঙা অবস্থায় মিলেছে বলেও খবর।
আরও পড়ুন : ‘রাজ্য জুড়ে অবাঙালি IAS-IPS, বৌমাও তো অবাঙালি’, বাঙালি ইস্যুতে মমতাকে বিঁধলেন সজল ঘোষ
তদন্তে নেমেছে পুলিশ: এই ঘটনায় খতিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। লোনাভলা গ্রামীণ পুলিশ স্টেশনের ইনচার্জ জানান, ঘটনাস্থলে একটি তদন্তকারী দল গিয়েছে। কতটা আর্থিক ক্ষতি (Sangeeta Bijlani) হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তারপরেই দায়ের হবে এফআইআর।
আরও পড়ুন : ‘এত মডার্ন হইনি যে বাবা-ছেলেকে দিয়ে…’, স্যানিটারি ন্যাপকিন নিয়ে মন্তব্যে ফের ব্যঙ্গের মুখে মমতা শঙ্কর
উল্লেখ্য, চলতি জুলাই মাসেই সলমনের সঙ্গে নিজের জন্মদিন পালন করতে দেখা গিয়েছিল সঙ্গীতাকে (Sangeeta Bijlani)। তারপরেই এই ঘটনায় মনে সন্দেহ দানা বাঁধছে অনেকের। কেউ কেউ আবার এর নেপথ্যে বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে বলে মনে করছে। তবে সলমন বা সঙ্গীতা এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি এখনও।