রোহিতের মধ্যে সৌরভের ছায়া! কি বললেন ভারতের কোচ?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একটা বিষয় নিয়ে অনেক ভারতীয় ক্রিকেট ভক্তরাই একমত। শতকরা ৯০% ভারতীয় সমর্থকই মানেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং মহেন্দ্র সিংহ ধোনি হলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে দুই সেরা অধিনায়ক। এমন বহু ক্রিকেটের আছেন যারা এই দুই অধিনায়কের নেতৃত্বেই মাঠে নেমে ভালো পারফরম্যান্স করেছেন। কিন্তু এখন প্রশ্ন হল যে ভারতীয় দলের (Indian Cricket Team) বর্তমান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) কার পদাঙ্ক অনুসরণ করছেন?

রোহিতের নেতৃত্বে এই মুহূর্তে অসাধারণ ছন্দে রয়েছে ভারতীয় দল। টানা ৮ মাস অপরাজিত রয়েছে তারা ২০২৩ সালে ভারতের মাটিতে আয়োজিত এই বিশ্বকাপে। শেষপর্যন্ত রোহিতের হাত ধরে যদি ভারতের তৃতীয় ওডিআই বিশ্বকাপ ট্রফি জয় সম্ভব হয় তাহলে তার নাম হয়তো ধোনি এবং সৌরভের পাশাপাশি উচ্চারিত হবে।

   

rohit dhoni sourav

এরই মধ্যে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার রোহিতের অধিনায়কত্ব নিয়ে একটি মন্তব্য করেছেন যা শুনলে অনেকেই আনন্দিত হবেন। সঞ্জয় বলেছেন যে রোহিতের অধিনায়কত্বে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বের ছায়া দেখতে পান।

আরও পড়ুন: টাইমড আউট বিতর্কের পর বিশ্বকাপ কেরিয়ার শেষ সাকিবের! মারাত্মক চোট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক

সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়ক হতে অনেক তরুণ ক্রিকেটার ডানা মেলার অবকাশ পেয়েছিলেন। হরভজন, যুবরাজ, নেহেরা, সেওবাগের মতো ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা সৌরভের ভরসার কারণেই নিজেদেরকে কেরিয়ার বিকশিত করতে পেরেছিলেন। ঠিক একই কাজ রোহিত শর্মা করে চলেছেন সিরাজ, শুভমান, সূর্যকুমারদের নিয়ে।

আরও পড়ুন: কলকাতায় খেলা হলে বাংলা গানই চলবে! ইডেনে কোহলিদের ম্যাচের পর দাবি গর্গ চ্যাটার্জীর বাংলা পক্ষর

সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন যে অধিনায়কের আসল গুণ হল কোনও অনভ্যস্ত ক্রিকেটারের জন্য একটা সুপরিবেশ তৈরি করে দেওয়া। যেটা সৌরভ এক সময় করেছিল, আর এখন রোহিত শর্মাও করছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর