বাংলাহান্ট ডেস্ক: বোমা ফেটে (Bomb Blast) গুরুতর আহত হলেন অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। ছবির শুটিং করার সময়ে সেটেই আচমকা ঘটে বিষ্ফোরণ। ওই সময়ে ওখানেই ছিলেন সঞ্জয়। বোমা বিস্ফোরণে গুরুতর চোট পান তিনি। শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে ওই ঘটনার পর।
‘কেডি’ (KD) নামে একটি কন্নড় ভাষার প্যান ইন্ডিয়া ছবিতে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ওই ছবির শুটিংয়েই ব্যস্ত ছিলেন তিনি। বেঙ্গালুরুর আশেপাশের অঞ্চলে চলছে শুটিং। জানা যাচ্ছে, একটি বোমা বিস্ফোরণের দৃশ্যের শুটিংয়ের সময়েই ঘটে দুর্ঘটনা। হাতে, কনুইতে আর মুখে চোট পান সঞ্জয়।
খবর অনুযায়ী, বেঙ্গালুরুর মাগাড়ি রোড এলাকায় শুটিং চলছিল। উপস্থিত ছিলেন ফাইট মাস্টার ডক্টর রবি বর্মা। সে সময়েই ফেটে যায় বোমাটি। তড়িঘড়ি চিকিৎসা শুরু হয় অভিনেতার। এখন তিনি আগের থেকে সুস্থ বলে খবর সূত্রের। তবে শুটিং কবে থেকে আবার শুরু হবে তা এখনও স্পষ্ট হয় না।
প্রসঙ্গত, কেডি ছবিতে আবারো খলনায়কের চরিত্রে দেখা যাবে সঞ্জয়কে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ধ্রুব সারজা। সঞ্জয় ছাড়াও আরো এক বলিউড তারকাকে দেখা যাবে এই ছবিতে। তিনি হলেন শিল্পা শেট্টি। কেডি ছবিটি পরিচালনা করছেন প্রেম।
এর আগে কেজিএফ চ্যাপ্টার ২ তে সঞ্জয় অভিনীত অধীরা চরিত্রটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। খলনায়ক হিসাবে সঞ্জয়কে নতুন রূপে পেয়েছিল দর্শকরা। ক্যানসার নিয়েই কেজিএফ ২ এর শুটিং সেরেছিলেন তিনি। ব্লকবাস্টার হিট হয়েছিল কেজিএফ চ্যাপ্টার ২। এবার ফের এক কন্নড় ছবিতে দেখা মিলবে সঞ্জয়ের। তবে তার আগে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন সিনেপ্রেমীরা।