ভারত বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। কিন্তু সিরিজ জিতলেও ভারতীয় দলের উদ্বেগ বাড়ায় বুমরাহের বোলিং। নিজের চেনা ছন্দের একেবারেই ধারেকাছে ছিলেন না তিনি। ডেথ ওভার স্পেসালিস্ট বোলার হলেও এইদিন ডেথ ওভারে রান দিয়ে দেন বুমরাহ। এছাড়া সুপার ওভারেও বোলিং করতে গিয়েও 17 রান দিয়ে দেন বুমরাহ।
সুপার ওভারের একবারে শেষ দুটি বলে ছয় মেরে এইদিন ভারতকে ম্যাচ জেতায় রোহিত শর্মা। দুর্দান্ত জয় তুলে নেয় ভারত কিন্তু টিম ম্যানেজমেন্টের উদ্বেগ বাড়ায় বুমরাহ। তারপরই টুইট করেন প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকর সঞ্জয় মঞ্জরেকর। তিনি লেখেন বুমরাহের সুপার ওভার দেখলাম, বুমরাহ নিঃসন্দেহে একজন প্রতিভাবান বোলার কিন্তু এইদিন ওর উচিৎ ছিল পিচটিকে ভালোভাবে ব্যবহার করা। যাতে ডেলিভারিগুলি বিভিন্ন কোন তৈরি করতে পারে।
এরপরই স্যোসাল মিডিয়ায় প্রবল চর্চার মুখে পড়ে সঞ্জয় মঞ্জরেকরের এই মন্তব্য। নেটিজেনদের তোপের মুখে পড়তে হয় তাকে। কেউ লিখেছেন “এবার আপনি বোলিংও শেখাবেন”, আবার কেউ লিখেছেন “পরামর্শ দেওয়া খারাপ না তবে যে পরামর্শ দিচ্ছে তার যোগ্যতা আগে দেখা উচিৎ”, একজন লিখেছেন “একদিন খারাপ পারফরম্যান্স করলেই নিজের সময়ের একজন ফ্লপ খেলোয়াড়ও বিশ্বের সেরা খেলোয়াড়কে পরামর্শ দেয়।”