বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ভারতীয় নির্বাচকরা এশিয়া কাপ ২০২৫-এর জন্য টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের নির্বাচন করেছেন। যেখানে উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকেও (Sanju Samson) সুযোগ দেওয়া হয়েছে। তবে, শুভমান গিলের এন্ট্রির পর স্যামসনের জায়গা শঙ্কার মুখে পড়লেও এবার ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে সবাইকে চমকে দিয়েছেন স্যামসন। এশিয়া কাপ ২০২৫-এর আগে, সঞ্জু ১৪ টি চার এবং ৭ টি ছক্কার সাহায্যে এবার একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। তাঁর এই সেঞ্চুরি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
দুর্ধর্ষ সেঞ্চুরি করলেন সঞ্জু (Sanju Samson):
সঞ্জু স্যামসন দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কেরালা ক্রিকেট লিগ ২০২৫-এ, সঞ্জু স্যামসন (Sanju Samson) কোচি ব্লু টাইগার্সের হয়ে ব্যাটিং শুরু করেন। ওই দলটি ২৩৭ রানের লক্ষ্য তাড়া করছিল। সেই সময় সঞ্জু প্রথমে মাত্র ১৬ বলে হাফ-সেঞ্চুরি করেন নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দেন।
SANJU SAMSON 121 RUNS FROM JUST 51 BALLS WHILE CHASING 237 RUNS IN KCL 🤯
– One of the Craziest Innings ever in T20 History. pic.twitter.com/J95dKBW8ew
— Johns. (@CricCrazyJohns) August 24, 2025
তারপরেই স্যামসন মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেন। ওই ইনিংসে সঞ্জু (Sanju Samson) ৫১ বলে ১৪ টি চার এবং ৭ টি ছক্কা মারেন। এদিকে, ওই দলের হয়ে শেষে মোহাম্মদ আশিক মাত্র ১৮ বলে ৪৫ রান করেন। কোচি দলের যখন ১ বলে ৬ রানের প্রয়োজন ছিল, তখন আশিক ছক্কা মেরে দলকে জয় এনে দেন। তবে, স্যামসনের ওই গুরুত্বপূর্ণ ইনিংসের কারণেই দলটি ম্যাচ জিতে যায়।
আরও পড়ুন: অন্যের ভুলে প্রাণ হারালেন ভারতের উদীয়মান ক্রিকেটার! CCTV-তে ধরা পড়ল সবটা
গম্ভীর-সূর্যের চিন্তা বাড়িয়ে দিলেন স্যামসন: প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতের তারকা উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson) সাম্প্রতিক সময়ে T20 আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনারের ভূমিকা পালন করছেন। এমতাবস্থায়, শুভমান গিলের আগমনের কারণে সঞ্জুর স্থান নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আরও পড়ুন: আবু সাঈদকে গুলি করেছিলেন ইনিই! ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে পাকড়াও সেই বাংলাদেশ পুলিশ কর্মকর্তা
এদিকে, ওপেনার হিসেবে অভিষেক শর্মার জায়গা কার্যত নিশ্চিত। এমন পরিস্থিতিতে তাঁর সঙ্গীর খোঁজ চলছে। ঠিক এই আবহেই সঞ্জুর (Sanju Samson) এই দুর্ধর্ষ সেঞ্চুরির কারণে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এবং দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের চিন্তা আরও বৃদ্ধি পাবে। অনুমান করা হচ্ছে যে, এবার তিলক ভার্মার পরিবর্তে গিলকে ৩ নম্বরে সুযোগ দেওয়া যেতে পারে।