মাটির কাছাকাছি থাকেন সবসময়, অনুরাগীর হাত থেকে খাবার গ্রহণ করে প্রশংসিত সারা আলি খান

বাংলাহান্ট ডেস্ক: অনুরাগীদের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারেন সারা আলি খান (sara ali khan)। সেলিব্রিটি হলেও তাঁর এই গুণের প্রশংসা করেন সকলেই। অন‍্যান‍্য তারকাদের মতো পাপারাৎজির উপরে ক্ষেপে না গিয়ে হাসিমুখে তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায় সারাকে। সম্প্রতি আবারো একটি ভাইরাল ভিডিওর দৌলতে নেটনাগরিকদের প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রীকে।

সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সারা ও ভিকি কৌশলকে একসঙ্গে দেখা গিয়েছে। মুম্বইয়ের একটি অফিসের বাইরে অভিনেতার সঙ্গে দেখা গিয়েছে সারাকে। আগামী ছবি নিয়ে আলোচনা করতেই তাঁরা একসঙ্গে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। অফিস থেকে বেরোতেই পাপারাৎজি ক‍্যামেরা নিয়ে ঘিরে ধরে দুজনকে।

pjimage 17
মাস্কের আড়ালে হাসিমুখ নিয়ে পাপারাৎজিকে ‘নমস্তে’ জানান সারা। ভিকির পেছন পেছন গাড়িতে উঠতেই দৌড়ে আসেন এক ভক্ত। সারার দিকে এগিয়ে দেন কাগজে মোড়া সমোসা পাও। জানলার কাঁচ নামিয়ে হাসিমুখে খাবার নিয়ে অনুরাগীকে ধন‍্যবাদ জানান সারা। সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল এই ভিডিও।

নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। নেটিজেনদের মতে, তারকা সন্তানদের মধ‍্যে সারাই সবথেকে বেশি নম্র। একজন লিখেছেন, সবসময় মাটির কাছাকাছি থাকেন সারা আলি খান। মা অমৃতা সিং এরও প্রশংসা করেছেন সকলে, মেয়েকে ভাল শিক্ষা দেওয়ার জন‍্য। তবে এখানেও নেতিবাচকতা ছড়াতে ছাড়েননি কয়েকজন। তাদের বক্তব‍্য, খাবারটা খাবেন না জেনেই নিয়েছেন সারা। ক‍্যামেরার সামনে ভাল হাজতে এত কাণ্ড। পরে ওটা ডাস্টবিনেই ফেলে দেবেন!

https://www.instagram.com/tv/CWGRB4fKogd/?utm_medium=copy_link

আগে শোনা গিয়েছিল, পরিচালক আদিত‍্য ধরের ‘দ‍্য ইমমর্টাল অশ্বত্থামা’ ছবিতে একসঙ্গে দেখা যাবে সারা ও ভিকিকে। কিন্তু এখন খবর, ছবিটি নিয়ে আর কোনো উচ্চবাচ‍্যই শোনা যাচ্ছে না। সাম্প্রতিক খবর, পরিচালক লক্ষ্মণ উটেকরের আগামী ছবিতে দেখা মিলবে দুই অভিনেতা অভিনেত্রীর। ছবির নাম এখনো ঠিক হয়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর