সরস্বতী পুজোয় ধেয়ে আসতে পারে বৃষ্টি, আনন্দ হবে মাটি! জানুন কী বলছে আবহাওয়া দফতর

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! আগামী ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনই সম্পন্ন হতে চলেছে চলতি বছরের সরস্বতী পুজো (Saraswati Puja)। পাশাপাশি, ওই দিনটি আবার বাঙালির ভ্যালেন্টাইনস ডে হিসেবেও বিবেচিত হয়। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই এই দিনটির জন্য বাড়তি আগ্রহ পরিলক্ষিত হয় সকলের মধ্যে। কিন্তু, এবার আবহাওয়ার “মুড সুইং”-এর কারণেই ওই সময়ে তৈরি হয়েছে বৃষ্টির আবহ।

এই প্রসঙ্গে হাওয়া অফিস অবশ্য জানিয়েছে যে, আগামী সাত দিনে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাটাই বেশি। যদিও, হাওয়া অফিস এটাও জানিয়েছে, পাকিস্তানের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। এছাড়াও, অপর একটি রয়েছে আফগানিস্তানে। ঠিক এই আবহেই রাজস্থান লাগোয়া এলাকাতে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার প্রভাব পড়তে চলেছে রাজ্যের উপরেও।

প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের মকর সংক্রান্তিতে মেলেনি শীতের দেখা। এমতাবস্থায়, সেই রেশ বজায় থাকতে চলেছে সরস্বতী পুজোতেও। এই প্রসঙ্গে আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, সরস্বতী পুজোর সময়েও শীতের প্রভাব তেমন একটা থাকবে না। এদিকে, চলতি মরশুমে শীতের ঝোড়ো ব্যাটিং সেভাবে পরিলক্ষিত হয়নি। তাই, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিনও কনকনে ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা নেই।

rainfall rep1 1660152937

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, বুধবারের মধ্যে তা ১৮ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ঠান্ডা হাওয়া রাজ্যে প্রবেশের ক্ষেত্রে বাধা পাচ্ছে। এমতাবস্থায়, আগামী পাঁচ দিন যাবৎ দিন এবং রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর