সেজেগুজে পৌঁছে হতাশ পড়ুয়ারা, হচ্ছে না সরস্বতী পুজো! কেন এমন সিদ্ধান্ত গৌরমোহন কলেজের?

বাংলাহান্ট ডেস্ক : ছাত্র-ছাত্রীরা সকাল সকাল সেজেগুজে পৌঁছে গিয়েছিলেন কলেজে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখলেন যে সরস্বতী পুজোর (Saraswati Puja) কোন আয়োজন করা হয়নি। সরস্বতী পুজোর আয়োজন যে ঘরে করা হয় সেখানে ঝুলছে তালা। এর ফলে মন্তেশ্বরের ডা: গৌরমোহন রায় কলেজের (Gourmohan College) সরস্বতী পুজো এ বছর বন্ধ থাকল।

ঠিক কি কারনে এ বছর সরস্বতী পুজো হল না তার কোন সঠিক কারণ পাওয়া যায়নি। কলেজের ছাত্র ইউনিয়ন দাবি করেছে, অধ্যক্ষ কয়েকজন কলেজের কর্মীদের নিয়ে স্বামী বিবেকানন্দ ও নেতাজীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করেছিলেন। সেই ব্যাপারেও ছাত্রদের কালচারাল ইউনিটকে (Cultural Unit) কিছুই জানানো হয়নি।

college

গত অনুষ্ঠানগুলোর মতোই অধ্যক্ষ কলেজে সরস্বতী পুজো নিয়েও কিছু জানায়নি পড়ুয়াদের। এর ফলে ইউনিয়ন কোন পুজোর দায়িত্ব নেয়নি। বৃহস্পতিবার বহু ছাত্র-ছাত্রী সরস্বতী পুজো উপলক্ষে সকালে হাজির হন কলেজে। কিন্তু পুজো হচ্ছে না দেখে তারা হতাশ হন। ছাত্ররা বাক-বিতণ্ডায় জড়ান কলেজের অধ্যক্ষের সাথেও। যদিও এই ব্যাপারে কিছুই বলতে চাননি কলেজের অধ্যক্ষ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর