চমকে ঠাসা সারেগামাপা গ্র্যান্ড ফিনালে, আগেই ফাঁস বিজয়ীদের নাম! কারা জিতলেন রিয়েলিটি শো?

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র ঘন্টা কয়েক বাকি। তারপরেই অনুষ্ঠিত হবে সারেগামাপা (Saregamapa) গ্র্যান্ড ফিনালে। এই দীর্ঘদিনের সফর এবার শেষ হওয়ার মুখে। আর একটি ধাপ পেরোলেই বিজয়ীদের হাতে উঠবে সারেগামাপার (Saregamapa) সেরা সম্মান। দীর্ঘ এক বছরের হাড্ডাহাড্ডি লড়াই শেষে অবশেষে বেছে নেওয়ার পালা সেরার সেরা কে।

টেলিকাস্ট হবে সারেগামাপা (Saregamapa) গ্র্যান্ড ফিনালে

এবারের সারেগামাপার (Saregamapa) সিজন ছিল চমকে মোড়া। বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিযোগীরা তুলে ধরেছেন তাঁদের প্রতিভা। মাসের পর মাস ধরে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শেষ পর্যন্ত টিকে গিয়েছেন ১০ জন প্রতিযোগী। এদের মধ্যে থেকেই দুজন হবে বিজয়ী। ইতিমধ্যেই অবশ্য তাঁদের নাম জেনে গিয়েছেন অনেকে। আর এবার ফিনালের সম্প্রচারের ঘন্টা কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দুই ফাইনালিস্ট প্রতিযোগী।

Saregamapa grand finale to telecast in few hours

কী লিখলেন প্রতিযোগী: গ্র্যান্ড ফিনালের (Saregamapa) আগে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন দেয়াশিনী রায়। তিনি লিখেছেন, ‘২০১২ সাল। মা বাবা, দিদি আর আমাকে নিয়ে জি বাংলা সারেগামাপা গ্র্যান্ড ফিনালের টিকিট কেটে দেখাতে নিয়ে যায়। আজ ২০২৫ সাল.. ১৩ টা বছর বাদে আগামীকাল অর্থাৎ ২ মার্চ ২০২৫, আমায় দেখার জন্য শুধু বাবা মা দিদি ই নয়, আমার পরিবারের সকলে, এবং শুধু তারাও নন। আমার স্যার, ম্যাম, বন্ধু বান্ধব এবং গোটা মদনপুর বাসি ছাড়াও গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ আমাকে দেখতে পাবে জি বাংলা সা রে গা মা পা এর গ্র্যান্ড ফিনালে তে পারফর্ম করতে’। অপর একটি পোস্টে সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতেও দেখা গিয়েছে দেয়াশিনীকে।

আরো পড়ুন : এবার থরথর করে কাঁপবে শক্রদেশ! Tata-র হাত ধরে শক্তি বাড়তে চলেছে ভারতীয় বায়ুসেনার

পোস্ট করেছেন ময়ূরী: অন্যদিকে চূড়ান্ত পর্বের ঠিক আগে বন্ধুত্ব নিয়ে আবেগঘন হয়ে পড়েন ময়ূরী দরানি। আরাত্রিকা এবং দেয়াশিনীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘ভাবতে পারছিনা!!!!!! প্রথম থেকে আমরা ৩ জন প্রতিজ্ঞা করেছিলাম যে পজিটিভিটি রেখে এক রুম এই ৩ জন থেকে যাবো!!…… শেষমেষ থেকে গেছি ভাই… বন্ধুত্ব টা এরকমই থাকুক!’

আরো পড়ুন : চমকে মোড়া এবারের সিজন, দ্বিগুণ “ধামাকা” নিয়ে আসছে ‘ডান্স বাংলা ডান্স’! কবে থেকে শুরু?

প্রসঙ্গত, আজ অর্থাৎ ২ রা মার্চ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সম্প্রচারিত হবে সারেগামাপা (Saregamapa) গ্র্যান্ড ফিনালে পর্ব। ছোট এবং বড় প্রতিযোগীদের মধ্যে থেকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়েছে দুজনকে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানেও এ বছর যুগ্ম প্রতিযোগীরা রয়েছেন বলে খবর। নগদ অর্থের পাশাপাশি সোনার গয়নাও পাবেন বিজয়ীরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর