বাংলা হান্ট ডেস্ক ঃ সম্প্রতি ভারতের রিয়েলিটি শো সারেগামাপা তে গিয়ে বেশ নাম কামিয়েছেন বাংলাদেশী গায়ক নোবেল। সা রে গা মা পা তে গান গাওয়ার পর ভারতে সকলের চোখের মনি হয়ে উঠেছে নোবেল। তার গানের গলা দিয়ে সে সকলের মন জিতে নিয়েছে। তবে জানেন কি বাংলার মাটিতে দাঁড়িয়েই বাংলার ইমোশন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে চরম অপমান করলেন তিনি।
বাংলাদেশী গায়ক নোবেলের মতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গান জাতীয় সংগীত রাখার কোনও দরকার নেই । তিনি আরও বলেন, রবীন্দ্রনাথের গানে বাংলার মানুষের সঙ্গে কোনো যোগ নেই।
শুধু তাই নয়, নোবেলপর মতে প্রিন্স মাহমুদের লেখা আমার সোনার বাংলা অনেক ভালো। গায়ক নোবেল এর এই মন্তব্যের পর গায়িকা ইমন চক্রবর্তী বলেছেন,’ খারাপ লাগছে বলতে, সামনে পেলে চাবকাতাম তোমাকে।’ শুধু গানের জগতেই নয়, নোবেলের এমন বিতর্কিত মন্তব্যের পর নিন্দায় সরব হয়েছেন নেটিজেন মহল।