বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাস এর কারণে আইপিএলের মতোই এবারের পাকিস্তান সুপার লিগ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। আগামী 5 ই জুন থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্টে। ইতিমধ্যেই টুর্নামেন্টে খেলতে বেশিরভাগ ক্রিকেটার পৌঁছে গিয়েছেন আবুধাবিতে। সোমবার আবুধাবি পৌঁছানোর কথা ছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজ আহমেদ সহ 11 জন ক্রিকেটারের তবে বিমানে উঠার আগেই তাদেরকে আটকে দেওয়া হয়।
প্রাক্তন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ সহ 11 জন পাকিস্তানী ক্রিকেটারকে প্রয়োজনীয় ছাড়পত্রের অভাবে উঠতে দেওয়া হল না আবুধাবির বিমানে। পরে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে ঘুরপথে ওই ক্রিকেটারদের আবুধাবি পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
এদেরকে লাহোর থেকে দোয়া হয়ে দুবাইয়ে নিয়ে যাওয়ার কথা থাকলেও বাহরাইন হয়ে ঘুরপথে দুবাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে অনেক কষ্ট করে দুবাইয়ে টুর্নামেন্ট আয়োজন করার অনুমতি পেয়েছে তারা, তাই তারা চাইনা যে কোন ভাবেই নিয়ম ভঙ্গ হয়ে ফের বন্ধ হয়ে যাক টুর্নামেন্ট।