বলিউড অফারের জন‍্য টলিউডের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, করিনার ছবিকে ‘না’ বলেছিলেন শাশ্বত

বাংলাহান্ট ডেস্ক: টলিউড থেকে বলিউড, মুম্বইয়ের ইন্ডাস্ট্রিতেও উড়ছে শাশ্বত চট্টোপাধ‍্যায়ের (saswata chatterjee) জয়ধ্বজা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সফর শুরু করেছিলেন ‘কাহানি’ ছবির হাত ধরে। তাঁর অভিনীত বব বিশ্বাস চরিত্রটি ঝড় তুলেছিল সিনে মহলে। তারপর একের পর এক ছবিতে সুযোগ পেয়েছেন তিনি, প্রমাণ করেছেন নিজের দক্ষতা। কিন্তু জানেন কি তারও আগে ‘হিরোইন’ ছবিতে অভিনয় করার কথা ছিল শাশ্বতর। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

করিনা কাপুর খান অভিনীত হিরোইন ছবিটি বেশ হিট হয়েছিল বক্স অফিসে। পরিচালক মধুর ভাণ্ডারকর এই ছবিতে একজন ফিল্ম মেকারের চরিত্রের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন শাশ্বতর কাছে। কিন্তু না বলে দেন অভিনেতা। কারণ নিজের টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেননি শাশ্বত।

Saswata Chatterjee
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে শাশ্বত জানান, তাঁকে হিরোইন ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় কমলেশ্বর মুখোপাধ‍্যায় ‘মেঘে ঢাকা তারা’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলৈন তিনি। শিডিউল ফাঁকা ছিল না শাশ্বতর। অভিনেতার কথায়, “বলিউড থেকে অফার পেয়েছি বলে টলিউডে করা আমার পূর্ব প্রতিশ্রুতিগুলো তো ভুলে যেতে পারি না।”

বলিউডে সুযোগ পরেও আসবে। কিন্তু ঋত্বিক ঘটকের উপর আধারিত চরিত্রে অভিনয় তাঁর কাছে সবার আগে ছিল। কেরিয়ারে এটা বড় মাইলফলক বলে মনে করেন শাশ্বত। সেই কারণেই হিরোইন ছেড়ে দিয়েছিলেন তিনি। বলিউড ছবিটি হিট হয়েছিল ঠিকই, তবে তাতে কোনো আফশোস নেই শাশ্বতর।

করন জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিকেও না বলেছেন শাশ্বত। ছবিতে আলিয়া ভাটের বাবার মতো বড় চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু না করতে হল, কারণ ওই চরিত্রে অভিনয়ের জন‍্য ভরতনাট‍্যম শিখতে হত তাঁকে যা একমাসে শেখা অসম্ভব। তাই করজোড়েই করনকে ফিরিয়ে দেন শ্বাশ্বত। তাঁর মতে, চরিত্র বড় না ছোট সেটা দেখা উচিত নয়। বরং এটা দেখা উচিত যে দর্শক মনে কতটা প্রভাব ফেলতে পারছে চরিত্রটা। বব বিশ্বাস তার প্রকৃষ্ট উদাহরণ।

Niranjana Nag

সম্পর্কিত খবর