ভারতীয় হওয়ার ‘অপরাধ’! লন্ডনের মাটিতে ব‍্যঙ্গ সতীশ শাহকে, পালটা জবাবে ধুয়ে দিলেন অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: ব্রিটিশ রাজত্ব থেকে ভারত স্বাধীন হয়েছে ৭৬ বছর হয়ে গেল। কিন্তু দুর্ভাগ‍্যজনক ভাবে বর্ণবৈষম‍্য এখনো পুরোপুরি মেটানো যায়নি। ২০২৩ এ এসেও লন্ডনে (London) দাঁড়িয়ে একজন ভারতীয়র আর্থিক ক্ষমতা নিয়ে ব‍্যঙ্গ করা হয়। যারা করেন তারা তথাকথিত শিক্ষিত মানুষ। সম্প্রতি এমনি বিশ্রী অভিজ্ঞতা হয় অভিনেতা সতীশ শাহের (Satish Shah)। সেই ঘটনা সোশ‍্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি।

নতুন বছরের শুরুতেই এমন ঘটনার সম্মুখীন হন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। তিনি জানান, তিনি এবং তাঁর স্ত্রী লন্ডনের হিথরো বিমানবন্দরে বিমান ধরার জন‍্য এগোচ্ছিলেন। হঠাৎই বিমানবন্দরের দুই কর্মচারীর কথোপকথন শুনে দাঁড়িয়ে পড়েন অভিনেতা।

satish shah
সতীশদের দিকে উদ্দেশ‍্য করে একজন কর্মী আরেকজনকে জিজ্ঞাসা করছিলেন, এরা ফার্স্ট ক্লাসের টিকিট অ্যাফোর্ড করে কীকরে? স্পষ্ট ব‍্যঙ্গ শুনে মুখ বন্ধ করে চলে আসেননি সতীশ। বরং খুব শান্ত ভাবে মুখে গর্বের হাসি ফুটিয়ে উত্তর দিয়েছেন, ‘কারণ আমরা ভারতীয়’।

মুহূর্তে ভাইরাল হয়ে যায় টুইটটি। সতীশের ভূয়সী প্রশংসার পাশাপাশি হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষকেও তুলোধনা করতে থাকেন নেটিজেনরা। বিমানবন্দর কর্তৃপক্ষও টুইটে ক্ষমাপ্রার্থনা করেন অভিনেতার কাছে। অনেকেই কটাক্ষ শানাতে ছাড়েনি বিমানবন্দর কর্মী তথা ব্রিটিশদের।

https://twitter.com/sats45/status/1609873552639152128?t=Pa5cdtjiodgEU6vu9u0-Ow&s=19

 

একজন সতীশ শাহ অভিনীত ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের উল্লেখ করে লিখেছেন, মিসেস সারাভাই থাকলে উচিত জবাব দিতেন। তবে মিস্টার সারাভাইও ছেড়ে কথা বলেননি। আরেকজন লিখেছেন, এরপর বলে আসবেন ভারতীয়দের টাকাতেই ওরাও খায় পরে। কারণ ওদের পূর্বপুরুষরা ভারত থেকে লুটে নিয়ে গিয়েছিল।

Niranjana Nag

সম্পর্কিত খবর