১ দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড! সন্ত্রাস দমনে কঠোর পথ অবলম্বন সৌদি আরবের

বাংলা হান্ট ডেস্কঃ কঠোর সাজা যে অপেক্ষা করছিলো, তার আভাস পূর্বেই পাওয়া গেছিলো এবং প্রকৃতপক্ষে সেই কাজই করে দেখালো সৌদি আরবের সরকার। শনিবার তারা ৮১ জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানা গেছে। এদের মধ্যে কেউ কট্টরপন্থী ইসলামিক সন্ত্রাসী সংগঠন আইএসআইএস এবং আল-কায়েদার হয়ে কাজ করতো আবার কেউ হত্যা ও ধর্ষণ সহ অন্যান্য মামলায় দোষী সাব্যস্ত হয়।

সূত্রের খবর, এই সন্ত্রাসীরা সরকারি প্রতিষ্ঠানকে টার্গেট থেকে শুরু করে নিরাপত্তা কর্মকর্তাদের হত্যা, নির্যাতন, ধর্ষণ, অপহরণ এবং জোরপূর্বক ডাকাতি করে বেড়াত। শুধু তাই নয়, দোষী সাব্যস্ত ৮১ জনকে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাশাপাশি ‘সন্ত্রাসী’ সংগঠন আইএসআইএস, আল-কায়েদা সহ অন্যান্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আদালতে শুনানির পর অপরাধীদের দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তারা স্পষ্ট বলেছে যে কোনো ধরনের সন্ত্রাস বরদাস্ত করা হবে না এবং যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে দমন অভিযান অব্যাহত থাকবে।

একজন ইয়েমেনি নাগরিক আইএসআইএস-এর সাথে কাজ করার জন্য ও একজন নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হয় এবং দুই সৌদিও আইএসআইএসের সাথে কাজ এবং দুই নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করার অপরাধে অভিযুক্ত হয়। একইভাবে, তিনজন ইয়েমেনির নাগরিককে দুই কর্মকর্তাকে হত্যা এবং অস্ত্র চোরাচালানসহ একাধিক অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

সাজাপ্রাপ্ত মানুষের কর্মকান্ড এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, দুই সৌদি পুরুষকে তাদের নিজের মাকে হত্যা এবং তাদের বাবা ও ভাইকে হত্যার চেষ্টা করার জন্য শাস্তি হয়েছে তো আবার অনেক সৌদি নাগরিককে সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। ফলে, সন্ত্রাস দমনে সরকার যে কঠোর পথ নিয়েছে তা বলা যায়।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর