‘পুজোয় যুক্ত থাকব, উৎসবে নয়’! আরজি কর কাণ্ডের আবহে জনতাকে বিশেষ ‘বার্তা’ সৌমিত্রর

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর মধ্যেও আরজি কর কাণ্ডের রেশ কাটেনি। চলতি বছর অনেকেই ‘উৎসবে না ফেরার’ বার্তা দিয়েছিলেন। তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ স্বরূপ এই সিদ্ধান্ত নিয়েছেন বহু মানুষ। এবার পুজোয় থাকলেও, উৎসবে থাকবেন না বলে জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।

  • পুজোয় আছি, উৎসবে নয়! বার্তা সৌমিত্রর (Saumitra Khan)

পদ্ম নেতা জানান, এই বছর তিনি নিজের ক্লাবের পুজোর (Durga Puja) সঙ্গে যুক্ত আছেন। তবে কোথাও মণ্ডপ দর্শন অথবা উৎসব পালন করবেন না। সৌমিত্র বলেন, ‘আমার মনে হয় তিলোত্তমার ওপর যে অত্যাচার হয়েছে, তার প্রতিবাদ করার এটা সঠিক উপায়। আমরা পুজোয় যুক্ত থাকব, তবে উৎসবে নয়’।

এরপর সাধারণ মানুষের উদ্দেশেও ‘বার্তা’ দেন বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ। বলেন, ‘সবাইকে একটা কথাই বলব, পুজোয় যুক্ত থাকুন। মাথায় রাখবেন, ওই চিকিৎসককে যেভাবে ধর্ষিতা এবং খুন হতে হয়েছে এবং যারা সমর্থন করছে, তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সবাই পুজোয় যুক্ত থাকুন, উৎসবে নয়। কারণ আমাদের মনে ব্যথা হচ্ছে। তাই এই নীতি মেনে চলছি’।

আরও পড়ুনঃ পুজোর মাঝেই মালামাল! DA বৃদ্ধির ঘোষণা সরকারের! লক্ষ্মীলাভ রাজ্য সরকারি কর্মীদের

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর (RG Kar Case) হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে পিজিটি ছাত্রীর দেহ উদ্ধারের পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় প্রবল সমালোচিত হতে হয়েছে সরকারকে। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর সামনে এসেছে আরজি করের অন্দরে চলতে থাকা দুর্নীতির কথা। যা আরও অস্বস্তি বাড়িয়েছে।

Saumitra Khan on Durga Puja

এদিকে আবার আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে দশ দফা দাবি সামনে রেখে আমরণ অনশনে বসেছেন ৭ জন জুনিয়র ডাক্তার (Junior Doctors)। গতকাল নবান্নে বৈঠকের জন্য ডাকা হলেও কাজের কাজ হয়নি! জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন তাঁদের অনশন চলবে।

তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় রাজ্যজুড়ে যখন এই পরিস্থিতি, তখন অনেকেই উৎসবে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই একই সুর শোনা গেল সৌমিত্রর (Saumitra Khan) গলায়। পুজোয় যুক্ত থাকুন, উৎসবে নয়, এদিন স্পষ্ট বার্তা দেন বিষ্ণুপুরের সাংসদ।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর