পর্দাফাঁস তৃণমূলের! এবার হাতেনাতে বালি চুরি ধরলেন সৌমিত্র খাঁ, সাংসদের ভিডিও ঘিরে তুলকালাম

বাংলা হান্ট ডেস্ক: আবারও ফেসবুকে বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বৃহস্পতিবার ভিডিও প্রকাশ করে ফের বালি চুরির অভিযোগ তুললেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক (BJP)। ফেসবুকে ভিডিও প্রকাশ করে সৌমিত্র লিখেছেন, ‘কোনও কিছুকে তোয়াক্কা না করে বড়জোড়া বিধানসভার পখন্নার গোপালপুর ঘাটে কীভাবে জেসিপি লাগিয়ে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে। অথচ গরিব মানুষদের বাড়ি তৈরি করার জন্য বালি চড়া দামে কিনতে হচ্ছে।’

এটাই প্রথম নয়, গত শনিবার ফেসবুক লাইভে (Facebook Live) এসেও বালি চুরি নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন সৌমিত্র। আর এবার সেই দাবির কার্যত প্রমাণ দিলেন তিনি। সেই সময় বিজেপি সাংসদ দাবি করেছিলেন, ‘বালির কোটি কোটি টাকা চুরি করছে সোনামুখী থানার পুলিশ প্রশাসন। যার জেরে কম দামে সাধারণ মানুষ বালি পাচ্ছে না।’ এই নিয়ে পুলিশ প্রশাসনের জবাবও চান বিজেপি নেতা।

ওই ফেসবুক লাইভে সৌমিত্র খাঁ বলেন, ‘তৃণমূল সরকারের দালালি করতে করতে পুলিশ প্রশাসনের শিরদাঁড়া ভেঙে গিয়েছে। সোনামুখী ব্লকে যতগুলি বালি ঘাট রয়েছে সেগুলি সবকটি অবৈধ। সব পুলিশ বালির টাকা তুলছে। সব টাকা যাচ্ছে কোথায়? এর ফলে সাধারণ মানুষ বালি পাচ্ছে না। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। কলকাতার মানুষ এই বিষ্ণুপুরের থেকে টাকা তুলে নিয়ে চলে যাবে, এটা হতে পারে না।’

আরও পড়ুন: ‘আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এই চার জাতি’, কাদের নাম নিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শোরগোল

এদিন বিজেপি সংসদের প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে, জেসিপি দিয়ে বালি তোলা হচ্ছে। আর সেই বালি তোলা হচ্ছে অবৈধভাবে এমনটাই দাবি সাংসদের।

Avatar
Monojit

সম্পর্কিত খবর