বাংলাহান্ট ডেস্ক : ভারত তথা পশ্চিমবঙ্গের জন্য এ এক গৌরবময় দিন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের প্রতিনিধি হিসেবে বক্তব্য পেশ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পর তিনিই আরেক বাঙালি যিনি এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য পেশ করলেন।
জাতিসংঘের মঞ্চে ভারতের প্রতিনিধি সৌমিত্র খাঁ (Saumitra Khan)
আন্তর্জাতিক আদালতের রিপোর্টের বিষয়ে ভারতের বক্তব্য জাতিসংঘের মঞ্চে তুলে ধরেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘সাধারণ কিন্তু পৃথক দায়িত্ব এবং বিভিন্ন ক্ষমতার কেন্দ্রীয়তাকে তুলে ধরে জলবায়ুর পরিবর্তন সম্পর্কিত পরামর্শমূলক কার্যক্রমে গঠনমূলক ভাবে জড়িত রয়েছে ভারত। জলবায়ু সম্পর্কিত কর্মকাণ্ড দৃঢ় ভাবে সমর্থন করে ভারত। তবে ভারতের তরফে জোর দিয়ে এও বলা হয়েছে, জলবায়ু সম্পর্কিত জাতিসংঘের যে কাঠামোগত কনভেনশন রয়েছে, কিয়োটো প্রোটোকল এবং প্যারিস চুক্তি আইনি কাঠামো গঠন করে।

কী বক্তব্য রাখলেন সাংসদ: একই সঙ্গে প্রথম বিশ্বের দেশগুলির বিষয়ে ভারতের বক্তব্য, উন্নত দেশগুলিকে প্রথমে জলবায়ুর অর্থায়ন এবং প্রযুক্তির হস্তান্তরের বিষয়ে পূরণ করতে হবে তাদের প্রতিশ্রুতি। নিজের বক্তব্যে সৌমিত্র খাঁ (Saumitra Khan) আরও বলেন, ‘এই উন্নয়ন পরস্পর নির্ভরশীল বিশ্বের জটিল চ্যালেঞ্জগুলি মোকাবিলায় আদালত এবং আন্তর্জাতিক আইনের অপরিহার্য ভূমিকাকে ব্যক্ত করে। এখানে অর্থনৈতিক, সামাজিক এবং উন্নয়ন বিষয়ক উদ্বেগগুলি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ’।
আরও পড়ুন : গাড়ি নয়, এবার অভিনবভাবে দুরন্ত রেকর্ড গড়ল সুজুকি! জানলে হবে গর্ব
বাঙালির জন্য গর্বের মুহূর্ত: বক্তব্যে সৌমিত্র খাঁ (Saumitra Khan) আরও বলেন, ‘এই বিষয়গুলি জাতিসংঘের কাঠামোর মধ্যে আন্তর্জাতিক আদালতের মর্যাদা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপরে জোর দেয়। উল্লেখ্য, এই মর্যাদা শুধুমাত্র আন্তর্জাতিক আদালতের জন্যই। ১৯৪৫ সাল থেকে প্রতিষ্ঠিত অন্য কোনও বিচার ব্যবস্থা সংক্রান্ত সংস্থাকে দেওয়া হয়নি’।
#WATCH | BJP MP Saumitra Khan delivered India’s statement at the UNGA on Report of the International Court of Justice (ICJ).
“…India has engaged constructively in the advisory proceedings on climate change, underscoring the centrality of the principle of common but… pic.twitter.com/a6Fol4jbIf
— ANI (@ANI) October 31, 2025
আরও পড়ুন : গোমাংস খেয়ে রামের চরিত্রে অভিনয়! সমালোচনার মুখে রণবীরকে নিয়ে অকপট সদগুরু
জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি হিসেবে বিষ্ণুপুরের সাংসদের বক্তব্য বাঙালির কৃতিত্বের ইতিহাসে নিঃসন্দেহে এক নতুন অধ্যায় যোগ করল। পাশাপাশি গেরুয়া শিবিরেও এক নয়া মাইলফলক স্থাপন করলেন সৌমিত্র খাঁ।












