দক্ষিণী ইন্ডাস্ট্রি ‘RRR’, ‘কেজিএফ’ এর মতো ছবি বানালে বলিউড তো পানমশলাই বেচবে, অক্ষয়কে খোঁচা সহ অভিনেতার

বাংলাহান্ট ডেস্ক: সময়টা বেশ খারাপ যাচ্ছে অক্ষয় কুমারের (Akshay Kumar)। একে তো ‘বচ্চন পাণ্ডে’ মুখ থুবড়ে পড়ল বক্স অফিসে, উপরন্তু পানমশলার বিজ্ঞাপনের জেরে রোষের মুখেও পড়তে হয়েছে ‘খিলাড়ি কুমার’কে। পানমশলার বিজ্ঞাপন করে অনুরাগীদের ভুল বার্তা দেওয়ার অভিযোগ উঠেছে অক্ষয়ের বিরুদ্ধে। ক্ষমা প্রার্থনা করে বিজ্ঞাপন থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন বটে তিনি, কিন্তু বিতর্ক এত সহজে থামছে না।

এর মাঝেই পানমশলা বিতর্কে অভিনেতা সৌরভ শুক্লার (Saurabh Shukla) মন্তব‍্য নেটিজেনদের রোষের আগুন কিছুটা হলেও স্তিমিত করেছে। তাঁর মন্তব‍্য শুনে হাসিও ফুটেছে ক্ষুব্ধ নেটনাগরিকদের মুখে। ঠিক কী বলেছেন ‘জলি এলএলবি ২’ অভিনেতা?


বলিউডকে কিছুটা কটাক্ষ করেই সোশ‍্যাল মিডিয়ায় সৌরভের প্রশ্ন, ‘আপনারা ‘আর আর আর, ‘কেজিএফ ২’ এর মতো সিনেমা বানাবেন, তাহলে আমাদের ছেলেরা তো বিমলই বেচবে তাই না?’ অভিনেতার কৌতুকপূর্ণ মন্তব‍্য বেশ মনে ধরেছে নেটিজেনদের। আসলে গত এক বছর ধরে পরিস্থিতি বেশ খারাপ বলিউডের। একের পর এক ব্লকবাস্টার দক্ষিণী ছবির সামনে টিকতেই পারছে না বলিউড। তাই কৌশলে খোঁচা মেরেছেন সৌরভ শুক্লা।

প্রসঙ্গত, পানমশলার বিজ্ঞাপনের জন‍্য ট্রোলড হওয়ার পরে প্রকাশ‍্যেই ক্ষমা প্রার্থনা করেন অক্ষয়। তিনি লিখেছেন, ‘আমি দুঃখিত। আমার সমস্ত অনুরাগী এবং শুভাকাঙ্খীদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। গত কয়েকদিন ধরে সবার প্রতিক্রিয়া আমার মনে গভীর প্রভাব ফেলেছে। আমি কখনোই তামাক সেবনকে সমর্থন করিনি আর করবও না। কিন্তু এই সংস্থার সঙ্গে আমার যুক্ত হওয়া নিয়ে সবাই যে প্রতিক্রিয়া দিয়েছে সেটাকে আমি সম্মান করি। আর তাই পদটা ছেড়ে দিচ্ছি।’

অবশ‍্য অক্ষয় সাফাই দিয়ে বলেছেন, তিনি ভেবেছিলেন যে বিজ্ঞাপন থেকে যে অর্থটা আসবে সেটাকে একটা ভাল উদ্দেশে কাজে লাগাবেন। তবে তিনি ব্র‍্যান্ড অ্যাম্বাসাডরের পদ ছেড়ে দিলেও আইনি চুক্তি মতো বিজ্ঞাপনগুলো চলতে থাকবে আপাতত। ভবিষ‍্যৎ সিদ্ধান্তগুলি নেওয়ার সময়ে তিনি ভাবনা চিন্তা করে নেবেন বলে জানিয়েছেন অক্ষয়।


Niranjana Nag

সম্পর্কিত খবর