আমার ভাই, তোমার সব‍্যর খেয়াল রাখব, ঐন্দ্রিলাকে খোলা চিঠি বন্ধু সৌরভের

বাংলাহান্ট ডেস্ক: হেরে যাননি ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তিনি জিতে গিয়েছেন। সোশ‍্যাল মিডিয়ায় প্রিয় বন্ধুকে খোলা চিঠি লিখলেন অভিনেতা সৌরভ দাস (Saurav)। গত ২০ দিনের ঐন্দ্রিলার লড়াইয়ের সাক্ষী ছিলেন তিনি। প্রথম দিন থেকেই হাসপাতালে ছিলেন সব‍্যসাচী চৌধুরী। আর বন্ধু সব‍্যসাচীর পাশে শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সৌরভ। কিছুদিন আগেই শুটিংয়ের জন‍্য সব‍্যসাচীকে ছেড়ে যেতে হয় তাঁকে। তার মধ‍্যেই এই মর্মান্তিক সংবাদ।

ছবির শুটিংয়ে থাইল‍্যান্ডে রয়েছেন সৌরভ। সেখান থেকেই একাধিক ফেসবুকে পোস্ট করেছেন ঐন্দ্রিলার ব‍্যাপারে। ক্ষোভ উগরে দিয়েছিলেন ভুয়ো খবরের বিরুদ্ধে। রবিবার ঐন্দ্রিলার মৃত‍্যুর খবরে সকলে যখন শোকবার্তা পাঠাচ্ছেন, তখন প্রিয় বন্ধুকে একটি খোলা চিঠি লিখলেন সৌরভ।

Saurav aindrila
তিনি লিখেছেন, ‘ও জিতে গিয়েছে। ওর আরো অনেক ভাল জায়গা আর ভাল মানুষ (সবাই নয় যদিও) প্রাপ‍্য। ও ভাল আছে আর অনেক বেশি শান্তিপূর্ণ জগতে রয়েছে। মিষ্টি আমরা তোমাকে ভালবাসি, চিরদিন ভালবেসে যাব। আর আমি আমার ভাইয়ের খেয়াল রাখব, তোমার সব‍্য।’

সৌরভ আরো লিখেছেন, সব‍্যসাচীকে এখন ফোন করে বিরক্ত না করতে। কোনো প্রয়োজনে সৌরভের সঙ্গেই যোগাযোগ করা যেতে পারে বলে লিখেছেন তিনি। সংবাদ মাধ‍্যমকে সৌরভ জানান, সকলেই ভেঙে পড়েছেন। কিন্তু তিনি সব‍্যসাচীকে বলেছেন, এক ফোঁটাও চোখের জল না ফেলতে। কারণ তাঁকেই সামলাতে হবে ঐন্দ্রিলার পরিবারকে। তিনি আরো জানিয়েছেন, অভিনেত্রীর কথাতেই ফেসবুকে লিখতেন সব‍্যসাচী। আর কোনোদিন লিখবেন না তিনি।

সব‍্যসাচীর সঙ্গে প্রথম দিন থেকেই সৌরভও ছিলেন হাসপাতালে, ঐন্দ্রিলার পাশে। প্রত‍্যেক রাতে সব‍্যসাচীর সঙ্গে থাকতেন তিনি। হাসপাতালেই নতুন ছবির মহড়া শুরু করেছিলেন। কিন্তু শুটিংয়ের জন‍্য তাঁকে ছেড়ে যেতেই হয়। কিন্তু সব‍্যসাচীর সঙ্গ ছাড়বেন না সৌরভ, ঐন্দ্রিলাকে দেওয়া কথা রাখবেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর