‘সমকামী’ চরিত্রে সায়ক! জি বাংলার ‘সাবালক’ সিরিয়ালের দৃশ্য নিয়ে সমালোচনার ঝড়

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সাবালক হচ্ছে বাংলা সিরিয়াল (Serial)। নিত্যদিনের সাংসারিক কূটকাচালি থেকে বেরিয়ে এসে ভিন্ন ধরণের গল্প তুলে ধরার চেষ্টা করছে অনেক ধারাবাহিক। এমনকি গতে বাঁধা কাহিনিকে চ্যালেঞ্জ করে ‘সাহসী’ বিষয়ও তুলে আনার চেষ্টা করছে কিছু কিছু ধারাবাহিক (Serial)। তবে এই চেষ্টা করতে গিয়েই এবার তীব্র কটাক্ষের মুখে পড়ল জি বাংলার সিরিয়াল ‘তুই আমার হিরো’।

জি বাংলার সিরিয়াল (Serial) নিয়ে সমালোচনা

বেশ কয়েক মাস হল চ্যানেলে শুরু হয়েছে সিরিয়ালটি। তবে টিআরপি তালিকায় তেমন ছাপ ফেলতে পারেনি তুই আমার হিরো। সম্প্রতি অবশ্য বড় একটি টুইস্ট আসে গল্পে। জানা যায়, সিরিয়ালের (Serial) অন্যতম চরিত্র ঋতম ‘সমকামী’। কিন্তু তার মা ছেলের বিষয়টি লুকিয়ে রাখতে চায়। সে জন্য নায়িকার বোনের সঙ্গে তার বিয়েও দেওয়া হয়।

Sayak Chakraborty faced backlash for tui amar hero serial

কী কারণে বিতর্ক: এদিকে বিয়ের পরেও স্ত্রীর সঙ্গে একটি রাতও কাটায়নি ঋতম। উলটে নিজের প্রেমিকের কাছে যাওয়ার চেষ্টা করেছে সে সবসময়। শেষমেষ নায়িকা (Serial) আরশি আর নায়ক শাক্যজিতের কাছে ধরা পড়ে যায় ঋতম। এমনকি মহিলার সাজেও সিরিয়ালে (Serial) ধরা দিয়েছে সে। ওই সাজেই প্রেমিকের সঙ্গে উদ্দাম নাচ করতে দেখা গিয়েছে ঋতমকে।

আরও পড়ুন : মহুয়া রায়চৌধুরী হয়ে বড়পর্দায় অঙ্কিতা! তিন বছরের রাজত্বের পর শেষের মুখে ‘জগদ্ধাত্রী’?

ট্রোলের মুখে বিতর্ক: এই চরিত্রে অভিনয় করছেন সায়ক চক্রবর্তী। এদিকে তাঁর এই দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুলকালাম। সিরিয়ালে (Serial) এমন দৃশ্য নিয়ে চলছে কটাক্ষ। অনেকেই রীতিমতো বিরক্ত এই দৃশ্য নিয়ে। কেনই বা এমন বিষয় তুলে আনা হয়েছে সিরিয়ালে (Serial), তা নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুন : শেষ মুহূর্তেও বাঁচার আপ্রাণ চেষ্টা, জুবিনের অন্তিম সময়ের ভিডিও ফাঁস? কী ঘটেছিল সেদিন?

যদিও সায়ক এই ট্রোলিংয়ে পাত্তা দিতে রাজি নন। তাঁর মতে, এখানেই অভিনেতা হিসেবে তাঁর সার্থকতা। এই সিরিয়ালে বাস্তবটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এমন ঘটনা বাস্তবে অনেক সময়ই ঘটে থাকে বলে মন্তব্য করেন সায়ক।