বাংলাহান্ট ডেস্ক : ভরা বর্ষায় পরপর বিয়ে টলিপাড়ায়। দিন দুয়েক আগেই গাঁটছড়া বেঁধে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। এবার আচমকাই বিয়ের ছবি শেয়ার করে হইচই ফেলে দিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। কিছুদিন আগেই জমি কিনেছেন। আর এবার জীবনের আরেকটি বড় কাজ সম্পন্ন করে কার্যত সকলকে হতভম্ব করে দিয়েছেন তিনি। চুপিসারে বিয়েই সেরে ফেললেন অভিনেতা (Sayak Chakraborty)?
‘বিয়ে’র ছবি শেয়ার করে শোরগোল ফেললেন সায়ক (Sayak Chakraborty)
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বিয়ের রীতিনীতির কিছু ছবি শেয়ার করেছেন সায়ক (Sayak Chakraborty)। সেখানে তাঁকে দেখা গিয়েছে, ঘিয়ে রঙা পাঞ্জাবি, লাল ধুতি, মাথায় টোপর পরা। পাশে পাত্রীকে দেখেও জোর চমকেছেন নেটিজেনরা। তিনি ছোটপর্দা তথা বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee)। এখনও স্কুলের গণ্ডিও পেরোননি তিনি। এর মধ্যেই বিয়ে সেরে ফেললেন?
পাত্রীও জনপ্রিয় মুখ: লাল টুকটুকে বেনারসী, গা ভরা গয়না, মাথায় মুকুট পরে কনের সাজে অয়ন্যাকে দেখে চোখ ফেরানো দায়। গায়ে হলুদ, সাত পাক থেকে সিঁদুর দান সব ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সায়ক (Sayak Chakraborty)। সেসব ছবি এখন ভাইরাল নেট পাড়ায়। কিন্তু নেটিজেনদের মনে একটাই প্রশ্ন বারবার উঠে আসছে, সত্যিই কি বিয়েটা (Marriage) সেরে ফেললেন সায়ক অয়ন্যা?
আরও পড়ুন : বিয়ের মরশুমে বড় স্বস্তি, শীঘ্রই ধস নামবে সোনার দামে! কততে ঠেকবে?
আসল বিয়ে নাকি নকল: নেটিজেনদের অনেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এই নতুন ‘জুটি’কে। আবার অনেকে মন্তব্য করেছেন, আদৌ আসল বিয়ে করেছেন তাঁরা, নাকি সবটাই কোনও প্রমোশন বা শুটের অংশ? উল্লেখ্য, সায়ক (Sayak Chakraborty) যে ছবিগুলি শেয়ার করেছেন সেখানে তাঁর অনেক বন্ধুবান্ধবকে দেখা গেলেও উপস্থিত ছিলেন না পরিবারের কোনো সদস্য। তাই অনেকেই মনে করছেন, এটা নিশ্চয়ই ‘মিছিমিছি’ বিয়ে (Marriage), কোনও শুটেরই অংশ।
আরও পড়ুন : ভারতের কূটনৈতিক পদক্ষেপে আপাতত স্বস্তি! ইয়েমেনে পিছিয়ে গেল কেরলের নার্সের মৃত্যুদণ্ড
প্রসঙ্গত, এর আগেও এমন ‘বিয়ে’র ছবি ভাইরাল হয়েছিল ইউটিউবার প্রেরণা এবং সৈকতের। সেজেগুজে ধুমধাম করে বিয়ের ছবি দেখে অনেকেই প্রথমটা ভেবেছিলেন বুঝি সত্যি। কিন্তু পরে কার্যত ‘বোকা বনতে’ হয়েছিল সকলকে। সায়ক অবশ্য এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন এই ‘বিয়ে’র বিষয়ে।