বাংলাহান্ট ডেস্ক : এক বছরের প্রতীক্ষার অবসান হতে আর কয়েকদিনই মাত্র বাকি। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর জন্য শেষ মুহূর্তের পরিকল্পনায় ব্যস্ত অনেকেই। তালিকায় রয়েছেন তারকারাও। এ বছর পুজোর আগে কাজে বেশ ব্যস্ত অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। দু দুটি সিরিয়াল ছাড়াও রয়েছে তাঁর ভ্লগিং। যদিও পুজোর কটাদিন তিনি ফাঁকাই থাকবেন বলে জানান সায়ক (Sayak Chakraborty)।
পুজোয় কী প্ল্যান সায়কের (Sayak Chakraborty)?
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা বলেন, এবারে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যেভাবেই হোক কলকাতার সমস্ত প্রতিমা দর্শন তাঁকে করতেই হবে। ছোট থেকেই নাকি ঠাকুর দেখতে খুব ভালোবাসেন সায়ক (Sayak Chakraborty)। জানালেন, বন্ধুদের সঙ্গে ক্লাস সেভেন-এইটে থাকতেই বেরোতেন প্যান্ডেল হপিংয়ে। পুজোর দিনগুলিতে রাতেও ছাড় পেতেন বাড়ি থেকে। সেই ধারা বজায় রেখেছেন এখনও। ক্লান্তি ভুলে এখনও পুজোর চারটে দিন ‘হোল নাইট’ ঠাকুর দেখার প্ল্যান করেন বলে জানান সায়ক (Sayak Chakraborty)। উপরন্তু এখন তাঁর ভ্লগিংয়ের মাধ্যমে তাঁর সঙ্গে সকলকেই ঘোরাবেন বলে জানান অভিনেতা।
পুজোর সময় জন্মদিন: কাজের ফাঁকেই পুজোর কেনাকাটা সেরে রেখেছেন সায়ক। পঞ্চমীর দিনই তাঁর জন্মদিন। স্মৃতিমেদুর হয়ে অভিনেতা জানান, ছোটবেলায় পুজোর সময় একটাই জামা হত। তাঁর মাসি পুজো আর জন্মদিন উপলক্ষে একটা জামা আ্য জুতো কিনে দিতেন। সেটা পরেই হইহই করে কাটিয়ে দিতেন গোটা পুজোটা। এখন জীবন অনেক সচ্ছল হলেও আগের দিনগুলি ভোলেননি সায়ক (Sayak Chakraborty)। এবার ৩১ হবে তাঁর। সায়কের কথায়, বয়স্ক বয়স্ক অনুভূতি হচ্ছে। তাই এবার তাঁর পুজোর সাজে পাঞ্জাবিই বেশি থাকছে।
আরও পড়ুন : স্কুবা ডাইভিং নয়, এই কারণেই মৃত্যু জুবিনের? বিষ্ফোরক তথ্য ফাঁস করলেন স্ত্রী
কী কী খাবেন পুজোয়: পুজোর সঙ্গে পেটপুজোর অবিচ্ছেদ্য সম্পর্ক। তারকারাও অনেকে এই সময়টা ডায়েট ভুলে কবজি ডুবিয়ে খেতেই পছন্দ করেন। একই তালিকায় পড়েন সায়ক (Sayak Chakraborty)। তিনি জানান, পুজোর সময় ফুচকা থেকে রোল কিচ্ছু বাদ দেন না। তবে ওই কটাদিন বড় রেস্তোরাঁ এড়িয়েই চলেন তিনি। একদিন মাকে নিয়ে বাঙালি রেস্তোরাঁয় খেতে গেলেও বাকি দিনগুলিতে রাস্তার ছোটখাটো দোকানেই খেতে পছন্দ করেন সায়ক।
আরও পড়ুন : আকারে বড় হলেই হবে না, কত কেজির পদ্মার ইলিশ সবথেকে বেশি স্বাদের হয়? জানালেন মাছ ব্যবসায়ীরা
সব হলেও পুজোর প্রেমে তেমন বিশ্বাসী নন সায়ক। তাঁর কথায়, অভিনেতাদের জীবনে একসঙ্গে দুটো ভালোভাবে চলতে পারে না। হয় প্রেম ভালো হবে, নয়তো কেরিয়ার, এমনটাই মত সায়কের। তাঁর নিজের ক্ষেত্রে পেশাকেই তিনি বেছে নেবেন প্রেমের আগে অভিনেতার কথায়, সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু নিজের গড়া কেরিয়ার কখনোই ছেড়ে যাবে না।