‘এ বছর আর পুজো দেখতে পাবেন না”, খুঁটি পুজোর ছবি দিয়ে ট্রোলড সায়নী! দিলেন পাল্টা জবাবও

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে দুর্নীতি কেলেঙ্কারিতে অন্যতম একটি নাম সায়নী ঘোষ (Sayani Ghosh)। কিছুদিন আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে তলব করে। সায়নী অবশ্য সেদিন সময়ের আগেই পৌঁছে যান ইডির (Enforcement Directorate) অফিসে। সেদিন দুঁদে গোয়েন্দাদের সামনে দীর্ঘক্ষন জেরার সম্মুখীন হতে হয় তাকে।

সায়নী ঘোষ নিজের ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী হিসেবে। বেশ কিছু জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেন। একদা ‘বাম’ মনস্ক সায়নী আচমকা যোগদান করেন তৃণমূলে। এরপর তাকে যুব তৃণমূলের রাজ্য সভা নেত্রীও করা হয়। সম্প্রতি গল্ফগ্রিনের দুর্গাপুজোর খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন সায়নী।

সেই ছবি তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। একাধিক ছবি পোস্ট করে সায়নী লেখেন, রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি…পুজো ২০২৩ খুঁটি পুজো। গল্ফগ্রিন শারোদৎসব কমিটি। পাড়ার পুজো উইথ সাম সুইটেস্ট ওয়ান। সায়নীর এই ছবি শেয়ার করার পর তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় তাকে।

জনৈক এক ব্যবহারকারী লেখেন, ‘খুঁটিপুজোগুলো করে নাও! পুজো দেখা তো আর হবে বলে মনে হয় না।’ যদিও বেশ কিছু কমেন্টের জবাবও দিয়েছেন তিনি। এই ব্যবহারকারীকে সায়নী লেখেন, ‘আপনি আর আপনার পরিবারের সকলে যেন প্রত্যেক বছর দেখতে পান সেই প্রার্থনা করি। আমার চিফ জাস্টিস মা নিজে। ভালো থাকবেন।’

অন্য এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘প্রিয় দিদি তিহাড় জেলে দুর্গাপুজো হয়? একটু খোঁজ নেবেন তো! আগামী শারদীয়ার প্রীতি শুভেচ্ছা না জানি পরে কি হয়! তাই বললাম। ভালো থেকো দিদি। জয় বাংলা।’ আরও এক ফেসবুক ইউজারের মন্তব্য, ‘মায়ের আগমনের আগেই অশুভ শক্তি নিপাত যাক।”

Ed is not satisfied with the documents send by Trinamool Congress leader Sayani Ghosh

এই ধরনের অজস্র নেতিবাচক কমেন্টে ভরে উঠেছে সায়নীর কমেন্ট বক্স। কিছুদিন আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করে দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সায়নীর। এরপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তলব করে সায়নীকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একাধিকবার দাবী করে বলেছেন, কুন্তল সায়নীকে বড় ফ্ল্যাট, গাড়ি দিয়েছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর