বাংলাহান্ট ডেস্ক : ক্রমে কুৎসিত রূপ ধারণ করছে সায়ন্ত-কিরণের (Sayanta-Kiran) বিচ্ছেদ বিতর্ক। অভিযোগ, পালটা অভিযোগ, উত্তর প্রত্যুত্তরে কাদা ছোড়াছুড়ি ক্রমেই বাড়ছে। সায়ন্তর বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ এনে কিরণ ইতিমধ্যেই আভাস দিয়ে রেখেছেন, তাঁর কাছে সমস্ত প্রমাণ রয়েছে। এবার চাইলে তিনি ব্যবস্থা নিতেই পারেন। এমনকী দেবচন্দ্রিমা সিংহ রায়কেও এক্ষেত্রে পাশে পেরেছেন সায়ন্তর (Sayanta-Kiran) প্রাক্তন প্রেমিকা।
বিচ্ছেদ বিতর্ক অব্যাহত সায়ন্ত কিরণের (Sayanta-Kiran)
কিরণ মজুমদার, জনপ্রিয় অভিনেত্রী মডেলের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা তথা ইউটিউবার সায়ন্ত মোদক। আগের দুটি সম্পর্কের মতো এটি নিয়েও কোনো লুকোছাপা করেননি তিনি। সবকিছুই চলছিল ঠিকঠাক। হঠাৎ কাটল তাল! আলাদা হয়ে গেলেন দুজনে।
কীভাবে বিতর্কের সূত্রপাত: সায়ন্ত (Sayanta-Kiran) এবং কিরণ সম্প্রতি ইউটিউব ভিডিওতে দাবি করেন, গত বছর পুজোর পর থেকেই দূরত্ব বাড়ে দুজনের মধ্যে। প্রথমে সায়ন্তই একটি ভিডিওতে প্রথম বিচ্ছেদের কথা জানান। সঙ্গে উল্লেখ করেন, প্রাক্তন সম্পর্কে ‘তৃতীয় ব্যক্তি’র কথা। তারপরেই পালটা ভিডিওতে নিজের দিকের বিষয়টা বলে প্রাক্তনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন কিরণ (Sayanta-Kiran)।
আরো পড়ুন : জি বাংলার কাছে লাগাতার হার, রাতারাতি “মোড় ঘোরানো” পর্বে বদলে গেল আমূল ট্র্যাক! ঝড় আসছে TRP-তে
কী বলেন কিরণ: ওই ভিডিওতেই সায়ন্তর (Sayanta-Kiran) প্রথম প্রেম তথা প্রাক্তন প্রেমিকা দেবচন্দ্রিমার মন্তব্য সবার নজর কেড়ে নেয়। তিনি বলেন, কিরণকে তিনি ব্যক্তিগত ভাবে না চিনলেও ভিডিওটি দেখে তাঁর মনে হল, তিনি ২০২১ এর দেবচন্দ্রিমাকে দেখছেন। এরপরেই তিনি প্রশ্ন করেন, সায়ন্ত (Sayanta-Kiran) কি তাঁর উপরেও হাত তুলেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এবার তিনি তাঁকে শেষ করে দেবেন। আর এরপরেই দুর্ভোগ বেড়েছে সায়ন্তর। হু হু করে সা সাবস্ক্রাইবার কমছে তাঁর। ছিছি করছেন মানুষ।
আরো পড়ুন : নতুন মেগা আসতেই “ভোল বদল”! রাতারাতি সিরিয়াল “চেঞ্জ” ৪ তারকার, ওলটপালট সব হিসেব
সত্যিই কি প্রাক্তনদের উপরে হাত তুলেছেন সায়ন্ত? আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন, তিনটি প্রেম, বিচ্ছেদের কথা জানিয়েছেন তিনি। তাই তাঁর দিকেই উঠেছে অভিযোগের আঙুল। তিনি এও বলেন, মতের অমিল হওয়াতেই বিচ্ছেদ হয়েছে তাঁদের। তবে এখন আর প্রেম নয়। কাজেই মন দেবেন সায়ন্ত।