বাংলাহান্ট ডেস্ক: বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ (sayantani ghosh)। দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেল বিয়েতে। প্রেমিক অনুগ্রহ তিওয়ারির সঙ্গেই সাত জন্মের জন্য বাঁধা পড়লেন বাঙালি অভিনেত্রী। বহুদিন ধরেই হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করলেও বিয়েটা বাঙালি রীতি মেনেই সারার ইচ্ছা ছিল তাঁর। হবু স্বামীও সায় দিয়েছিলেন সায়ন্তনীর ইচ্ছাতেই।
তবে খুব ধুমধাম করে বিয়ে করেননি সায়ন্তনী অনুগ্রহ। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, বিয়ের চাপ নিতে চান না তাঁরা। বরং এই বিশেষ দিনটা চুটিয়ে উপভোগ করতে চান। সেই মতোই বর কনের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই বিয়ে সারেন তাঁরা।
রবিবার সম্পূর্ণ বাঙালি রীতিতেই হয়েছে বিয়ের অনুষ্ঠান। দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে বসেছিল বিয়ের আসর। বাঙালি কনের সাজেই সেজে উঠেছিলেন সায়ন্তনী। লাল টুকটুকে বেনারসী, গা ভরা সোনার গয়না, কপালে সিঁদুর চন্দনের টিপ ও খোঁপায় লাল ফুল দিয়ে সেজেছিলেন তিনি। পাশে ধুতি ও সুতোর কাজের শেরওয়ানিতে অনুগ্রহ।
বর কনে পাশাপাশি পোজ দিয়ে ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রি তারকারা থেকে নেটিজেনরা। আরেক বাঙালি অভিনেত্রী দেবিনা ব্যানার্জি শুভেচ্ছা জানিয়েও আবার অভিমান করে বলেছেন, সায়ন্তনী তাঁকে ফোনও করেননি। উত্তরে নতুন বৌ লিখেছেন, “কলকাতায় ছিলাম। মুম্বইতে তো আসবেই।”শুভেচ্ছা জানিয়েছেন র্যাচেল হোয়াইট, আর মাধবনের মতো তারকারা। প্রিয় বান্ধবীর বিয়েতে কনেপক্ষের তরফে উপস্থিত ছিলেন বরখা বিশত।
https://www.instagram.com/p/CXG5vfuNmTf/?utm_medium=copy_link
বাঙালি বিয়ের মেনুতে খাঁটি বাঙালি খাবার দাবারের পাশাপাশি ছিল কিছু অবাঙালি এবং কন্টিনেন্টাল খাবারও। প্রথম পাতে কচুরি, ছোলার ডালের পরে ছিল জাফরানি পোলাও, বেকড ফিশ, চিকেন টিক্কা লবাবদার, মাটন রোগান জোশের মতো জিভে জল আনা আইটেম। শেষ পাতে ছিল নলেন গুড়ের রসগোল্লা এবং ক্যারামেল কাস্টার্ড। সায়ন্তনী আগেই জানিয়েছিলেন তাঁর বিয়েতে পান ও আইসক্রিম থাকবেই। কারণ ছোটবেলায় বিয়েবাড়ি গেলে এই দুটোই ছিল তাঁর প্রিয় খাবার।
https://www.instagram.com/p/CXGGw3avDbU/?utm_medium=copy_link
গত আট বছর ধরে সম্পর্কে রয়েছেন সায়ন্তনী ও অনুগ্রহ। বাংলার জামাই ফিটনেস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। জয়পুরের বাসিন্দা অনুগ্রহ। তাই সেখানেই হবে রিসেপশন। সোমবারটা কলকাতায় কাটিয়ে মঙ্গলবারই জয়পুরে উড়ে যাবেন সায়ন্তনী অনুগ্রহ।