বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ড নিয়ে এখনও ফুঁসছে রাজ্য। মহিলা চিকিৎসকের সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সরব প্রত্যেকে। এর মাঝেই প্রবীণ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। সম্প্রতি এক তরুণী সাংবাদিক এই অভিযোগ আনেন। এবার এই ইস্যুতেই পথে নামছেন বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।
তন্ময়-ইস্যুতে পথে নেমে প্রতিবাদ সায়ন্তিকার (Sayantika Banerjee)!
আরজি কর কাণ্ডের আবহে সিপিএম নেতা তন্ময়ের (Tanmoy Bhattacharya) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। বর্তমানে এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তার ওপর আবার সামনেই রয়েছে বিধানসভা উপনির্বাচন। সব মিলিয়ে এবার এই ইস্যুকে কাজে লাগিয়ে বাম শিবিরকে ব্যাকফুটে ফেলতে চাইছে তৃণমূল। তাই মঙ্গলবার বিকেলে সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে পথে নামছেন সায়ন্তিকা।
গতকাল নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেন বরানগরের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক। লেখেন, ‘এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আগামীকাল বরানগর বিধানসভা তৃণমূল কংগ্রেস উত্তর ও দক্ষিণ বরানগরে দু’টি পৃথক প্রতিবাদী মিছিল সংগঠিত করতে চলেছে… আপনাদের কাছে অনুরোধ সকলে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করুন ও এই ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে গর্জে উঠুন’।
আরও পড়ুনঃ বিনামূল্যে প্রশিক্ষণ! মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে টাকা! দুর্দান্ত প্রকল্প রাজ্য সরকারের
তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে জানা যাচ্ছে, আজ উত্তর বরানগরে এই প্রতিবাদী মিছিল শুরু হবে। বিকেল ৪টের সময় নর্থ টাউন তৃণমূলের পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হওয়ার কথা। এরপর বিকেল ৫টায় দক্ষিণ বরানগর থেকে আরও একটি মিছল বেরোবে। বরানগর স্টেট জেনারেল হাসপাতালে মিছিল শেষ হবে। ওই মিছিলের নেতৃত্বে থাকবেন বিধায়ক সায়ন্তিকা।
উল্লেখ্য, চব্বিশের লোকসভা নির্বাচনের পর তাপস রায়ের ছেড়ে যাওয়া আসন বরানগরে উপনির্বাচন হয়। সেখানে তৃণমূলের সায়ন্তিকার (Sayantika Banerjee) বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সিপিএমের তন্ময় ভট্টাচার্য এবং বিজেপির সজল ঘোষ। এবার এই তন্ময়ের বিরুদ্ধেই মহিলা সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রবীণ সিপিএম নেতা অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।