বাংলাহান্ট ডেস্ক: করমণ্ডলের বীভৎসতা কাটিয়ে ওঠার আগেই ফের এক ট্রেন দুর্ঘটনার (Train Accident) খবরে কেঁপে উঠল বঙ্গবাসী। এদিন ভোরবেলা বাঁকুড়ার (Bankura) ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে যখন কয়েকটি বগি। রেল কর্তৃপক্ষের কিছু ক্ষতির পাশাপাশি একটি মালগাড়ির চালক আহত হয়েছেন। এদিন বেলা গড়াতেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছান তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। আর সেখানে গিয়েই ট্রোলের মুখে পড়লেন তিনি।
একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন সায়ন্তিকা। বাঁকুড়ায় ভোটেও দাঁড়িয়েছিলেন। কিন্তু জয় আসেনি। তবে দলের প্রতি তাঁর দায়িত্ব বোধ দেখে অচিরেই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয় সায়ন্তিকাকে। অভিনয় ছেড়ে এখন রাজনীতিতেই মন দিয়েছেন তিনি।
এদিন বাঁকুড়ার ট্রেন দুর্ঘটনা স্থলে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন সায়ন্তিকা। সাদা সালোয়ার কামিজ, খোলা চুল, চোখে সানগ্লাস পরে একের পর এক ছবি শেয়ার করেছেন তিনি। পেছনে লাইনচ্যুত হয়ে একটার উপরে আরেকটা বগি উঠে রয়েছে ট্রেনের। তার সামনে দাঁড়িয়েও পোজ দিতে ছাড়েননি সায়ন্তিকা। ফলাফল যা হওয়ার তাই হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় সায়ন্তিকার ছবিগুলো নিয়ে শুরু হয়েছে তুমুল ট্রোলিং। কেউ লিখেছেন, ওটা আপনার সিনেমার সেট নয় দিদি। আবার কারোর বক্তব্য, নিজেকে যে কেন হাসির খোরাক বানাচ্ছেন উনি কে জানে। আরেকজন মজা করে লিখেছেন, ছবি তুলতে এসেছিলাম। তোলা হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি।
টলিউডে এক সময়ে বেশ নামডাক থাকলেও এখন আর কোনো ছবিতেই দেখা যায় না সায়ন্তিকাকে। এর বদলে রাজনীতি নিয়েই রয়েছেন তিনি। তৃণমূলের সভা সমিতিতে প্রায়ই বিরোধী দলকে নিশানা করে সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। এবার নিজেই ট্রোলড হয়ে গেলেন সায়ন্তিকা।