বাংলা হান্ট ডেস্ক : বর্তমান দিনে মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে ক্রেডিট কার্ড (Credit Card)। আর হবে নাই বা কেন, সহজলভ্য লোন থেকে শুরু করে রিওয়ার্ড, ক্যাশব্যাক, স্পেশাল ডিসকাউন্ট-র মত একাধিক সুবিধা পাওয়া যায় এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। পাশাপাশি, এটি ব্যবহার করাও ভীষণ সহজ।
জেনারেশন জেড-র কাছে UPI একটি বড় ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যার মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ লেনদেন করতে সক্ষম হয়। এরকমই একটা ডিজিটাল মাধ্যম হল RuPay ক্রেডিট কার্ড। ইতিমধ্যে একাধিক ব্যাঙ্ক রুপে ক্রেডিট কার্ডে ইউপিআই -এর মাধ্যমে লেনদেনের পরিষেবা শুরু করেছে। এবার সেই একই পথে হাঁটল স্টেট ব্যাঙ্কও।
সম্প্রতি SBI Card এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া UPI-এর সঙ্গে RuPay প্ল্যাটফর্মে SBI ক্রেডিট কার্ড লিঙ্কের ঘোষণা করেছে।সূত্রের খবর, থার্ড পার্টি ইউপিআই অ্যাপগুলির সঙ্গে ক্রেডিট কার্ড রেজিস্টার করে এই সুবিধা পাওয়া যাবে। তবে তার আগে ক্রেডিট কার্ডটি অবশ্যই ইউপিআই অ্যাপের সঙ্গে রেজিস্টার করাতে হবে। এর মাধ্যমে গ্রাহকরা আরও বেশি সুযোগ সুবিধা পাবেন বলেই ধারণা।
আরও পড়ুন : ইলিশ, চিকেনের পর এবার আলুর দামও আকাশছোঁয়া! বাজারদর দেখে মাথায় হাত ক্রেতাদের
পাশাপাশি শোনা যাচ্ছে, আগামী ১০ আগস্ট, ২০২৩ থেকে, SBI কার্ড হোল্ডাররা তাদের RuPay-এ ইস্যু করা ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI লেনদেন করতে সক্ষম হবেন। কার্ড হোল্ডাররা তাদের অ্যাক্টিভ কার্ডগুলি UPI-তে নিবন্ধন করতে পারেন এবং তাদের ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে টাকাপয়সা লেনদেন করতে পারেন। এবং এর জন্য কোন অতিরিক্ত চার্জ দিতে হবেনা বলেই খবর।
আরও পড়ুন : বিদ্যুৎ না থাকলেও ছুটবে মেট্রো, ভারতে প্রথম কলকাতায় আসছে নয়া প্রযুক্তি!
কীভাবে SBI Card-এর রুপে ক্রেডিট কার্ডের সঙ্গে UPI-এর লিঙ্ক করবেন?
প্রথম ধাপ : প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে পছন্দের ইউপিআই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিন।
দ্বিতীয় ধাপ : ইউপিআই অ্যাপে নিজের মোবাইল নম্বর ভেরিফাই করুন। এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।
তৃতীয় ধাপ : রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ‘Add Credit Card/ Link Credit Card’ অপশনটিতে ক্লিক করুন।
চতুর্থ ধাপ : যে তালিকা আসবে সেখান থেকে “SBI Credit Card” নির্বাচন করুন।
পঞ্চম ধাপ : এরপর অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য ‘SBI Rupay Credit Card’ বেছে নিন।
ষষ্ঠ ধাপ : নিজের ক্রেডিট কার্ডের শেষ ছয় সংখ্যা এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ করুন।
সপ্তম ধাপ : এরপর নিজের পছন্দ মত ছয় সংখ্যার ইউপিআই পিন সেট করুন।