২,০০০ টাকার নোট বদলের প্রসঙ্গে বড়সড় তথ্য জানাল SBI! বিপদে পড়ার আগে অবশ্যই নিন জেনে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই গত শুক্রবার ২,০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করা হয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) তরফে। এছাড়াও, এই নোট নতুন করে আর ছাপা হবেনা এটা জানানোর পাশাপাশি বলা হয় যে, ২,০০০ টাকার নোট আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত বৈধ থাকবে। এমতাবস্থায়, গ্রাহকেরা ব্যাঙ্কে ২,০০০ টাকার নোট জমা দিয়ে সেটির পরিবর্তে অন্য নোট নিতে পারবেন।

এছাড়াও, একবারে ২০,০০০ টাকা পর্যন্ত ২,০০০ টাকার নোট পরিবর্তন করার বিষয়টিও জানিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে। যদিও, এই ঘোষণার পরেই শুরু হয় বিভ্রান্তি। এমনকি, সোশাল মিডিয়ায় বিভিন্ন ভুল তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগও উঠেছে। যেখানে বলা হয় ব্যাঙ্কে ২,০০০ টাকার নোট বদলাতে গেলে ফর্ম ফিলআপ করার পাশাপাশি প্রয়োজন আধার কার্ড বা বৈধ কোনো পরিচয়পত্রের।

তবে, এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রবিবার একটি গাইড লাইন জারি করেছে। যেখানে পুরো বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপিত করা হয়েছে। ইতিমধ্যেই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, কোনো ফর্ম ফিলআপ কিংবা কোনো রিক্যুইজিশন স্লিপ ছাড়াই বদলানো যাবে ২,০০০ টাকার নোট। একজন গ্রাহক একবারে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ২,০০০ টাকার নোট জমা দিতে কিংবা পাল্টাতে পারবেন। পাশাপাশি, এই বিষয়টি সংশ্লিষ্ট ব্যাঙ্কের সমস্ত শাখাকে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, জানা গিয়েছে কেউ চাইলে যেকোনো ব্যাঙ্কের শাখায় একজন “নন-অ্যাকাউন্ট হোল্ডার” হিসেবেও এক বারে ২০,০০০ টাকা পর্যন্ত ২,০০০ টাকার নোট বদলাতে পারেন। অর্থাৎ সোজা কথায়, ২,০০০ টাকার নোট কোনো ব্যাঙ্কে বদলাতে হলে কাউকে যে সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহক হতে হবে এমন কোনো মানে নেই। এছাড়াও, যাঁরা সিনিয়র সিটিজেন কিংবা বিশেষভাবে সক্ষম তাঁদের যাতে এই নোট পরিবর্তন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেই বিষয়টিও নজর রাখতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।

sbi

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, RBI জানিয়ে দিয়েছে, এই নোট বদলানোর জন্য কাউকে কোনো ফি জমা করতে হবে না। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, “ক্লিন নোট পলিসি”-র অধীনে ২,০০০ টাকার নোট বদল সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শোনা যাচ্ছে যে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নোট পরিবর্তনের ক্ষেত্রে ধার্য করা ডেডলাইনের মেয়াদ বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X