বাংলা হান্ট ডেস্ক: দেশের প্রাচীনতম এবং বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) তার গ্রাহকদের জন্য প্রায়শই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। সেই রেশ বজায় রেখেই এবার সংশ্লিষ্ট ব্যাঙ্কটি NRI (Non-Resident Indian) গ্রাহকদের জন্য দুর্দান্ত একটি পরিষেবা শুরু করেছে। মূলত, ব্যাঙ্কের দ্বারা একটি নতুন ডিজিটাল পরিষেবা চালু করা হয়েছে। যার মাধ্যমে NRI-রা কয়েক মিনিটের মধ্যে বাড়িতে থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন। জানা গিয়েছে যে, SBI এবার NRI-দের YONO ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট খোলার অনুমতি প্রদান করেছে।
কারা কারা পাবেন সুবিধা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দীর্ঘদিন ধরে NRI গ্রাহকরা এই পরিষেবা শুরুর জন্য দাবি জানিয়ে আসছিলেন। এমতাবস্থায়, ব্যাঙ্কের এহেন পদক্ষেপের ফলে NRI-দের পাশাপাশি NRO (Non-Resident Ordinary) এবং NRE অর্থাৎ Non-Resident (External)-রাও এই ব্যাঙ্কে ডিজিটাল অ্যাকাউন্ট খোলার অনুমতি পাবেন। যার ফলে তাঁরা ব্যাঙ্কের YONO অ্যাপের মাধ্যমে তাঁদের সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন।
SBI YONO অ্যাপের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন:
১. প্রথমে আপনার ফোনে YONO SBI ব্যাঙ্কিং অ্যাপটি ডাউনলোড করতে হবে।
২. সেখানে আপনি NRI এবং NRO অ্যাকাউন্ট খোলার জন্য অপশন দেখতে পাবেন। সেটি নির্বাচন করুন।
৩. এরপরে একটি নতুন পেজ খুলবে। যেখানে KYC বিবরণ জমা দেওয়ার জন্য দু’টি অপশন উপলব্ধ হবে।
আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ! বিপুল শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি PSC-র, এভাবে করুন আবেদন
৪. আপনি ভারতের যেকোনো SBI শাখায় নথি জমা করার অপশন পাবেন।
৫. আপনার পছন্দের শাখা নির্বাচন করার পর, পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করুন।
৬. SBI ফরেন অফিস, হাই কমিশন, কোর্ট ম্যাজিস্ট্রেট, ভারতীয় দূতাবাস, প্রতিনিধি অফিস বা বিচারকের মাধ্যমে KYC নথিগুলি ভেরিফাই করে পরবর্তী প্রক্রিয়ার জন্য নির্বাচিত শাখায় মেল করুন।
৭. এইভাবে SBI-তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে।
আরও পড়ুন: ৬ টি ভূমিকম্প সহ্য করেও দাঁড়িয়ে আছে বিশ্বের সবথেকে শক্তিশালী বিল্ডিং! তবুও ৪০ বছর ধরে রয়েছে খালি
NRE এবং NRO অ্যাকাউন্ট: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, NRI-রা অধিকাংশ ক্ষেত্রে তাঁদের নামে বিদেশি উপার্জন বাঁচাতে ভারতে NRI অ্যাকাউন্ট খোলেন। অন্যদিকে, ভারতীয়দের আয় পরিচালনা করতে ভারতে NRO অ্যাকাউন্ট খোলা হয়। এই উপার্জনের মধ্যে রয়েছে লভ্যাংশ, সুদ, পেনশন, ভাড়া ইত্যাদি।