Ekchokho.com 🇮🇳

হাসপাতালের খরচের চিন্তা অতীত! এবার মিলবে সব কভারেজ, চলে এল দুর্দান্ত স্কিম

Published on:

SBI Hospital Daily Cash Benefit Plan details

বাংলা হান্ট ডেস্কঃ হাসপাতালে (Hospital) ভর্তি হলেই হু হু করে বাড়তে থাকে বিল। সেকথা মাথায় এলে চিন্তায় পড়ে যান অনেকে। এই অবস্থায় এসেছে একটি দুর্দান্ত স্কিম। এতে মিলবে সব কভারেজ! পরিচারিকার খরচ থেকে হাসপাতালে খাবার, এসব নিয়ে আর চিন্তা নেই। ‘হসপিটাল ডেইলি ক্যাশ বেনিফিট প্ল্যান’ (Hospital Daily Cash Benefit Plan) সবটাই ‘সামলে’ নেবে!

এসবিআই জেনারেল ইনস্যুরেন্স শুরু করেছে এই স্কিম (Hospital Daily Cash Benefit Plan)

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চিকিৎসা পরিষেবার খরচও বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা বিমা ছাড়া সেই খরচ সামলানো একপ্রকার মুশকিল। এই অবস্থায় আর্থিকভাবে দুর্বল মানুষগুলির চাপ আরও বেশি। এসব দিকে নজর রেখে এসবিআই (SBI) জেনারেল ইনস্যুরেন্স বিএলএস ই-সার্ভিসেসের একটি সহযোগী প্রতিষ্ঠান স্টারফিন ইন্ডিয়ার সঙ্গে অংশীদারিত্বে উক্ত স্কিমটি চালু করেছে।

জানা যাচ্ছে, এই প্ল্যানের (Scheme) অধীন কোনও শারীরিক অসুস্থতা বা দুর্ঘটনার কারণে ব্যক্তি যদি হাসপাতালে ভর্তি হন, সেক্ষেত্রে তাঁকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে। সেটি হাসপাতালে যাতায়াতের জন্য নিত্যদিনের খরচ, ওষুধ, খাবারদাবার, পরিচারিকা ইত্যাদির খরচ মেটাতে কাজে আসবে।

আরও পড়ুনঃ পয়লা তারিখেই স্বস্তি! ৫৮.৫০ টাকা দাম কমল LPG সিলিন্ডারের, কলকাতায় কত হল নতুন প্রাইস?

‘হসপিটাল ডেইলি ক্যাশ বেনিফিট প্ল্যানে’ চিকিৎসার খরচ অন্তর্ভুক্ত করা থাকে। এছাড়াও অন্যান্য বেশ কিছু জিনিসের খরচ এতে ধরা থাকে। হাসপাতালে ভর্তি হলেই বেড চার্জ, ওষুধের খরচ, চিকিৎসার খরচ ছাড়াও আরও নানান খাতে টাকা খরচ হয়। সাধারণ বিমা পলিসিতে এগুলি সাধারণত মেলে না। তবে এক্ষেত্রে এই কভারেজের সুবিধা মিলবে। সেই সঙ্গেই এই স্কিমের অধীন দুর্ঘটনাজনিত মৃত্যু হয় কিংবা আংশিক অক্ষমতার জন্যেও কভারেজ পাবেন পলিসিধারক।

Hospital Daily Cash Benefit Plan

এখন প্রশ্ন হল, এই প্ল্যানের প্রিমিয়াম কত? ‘হসপিটাল ডেইলি ক্যাশ বেনিফিট প্ল্যানে’র বার্ষিক প্রিমিয়াম মাত্র ২৫৯ টাকা (জিএসটি সহ) থেকে শুরু হয়। রোগী আইসিইউ-তে ভর্তি হলে প্ল্যানের সীমাও বৃদ্ধি পায়। এমনিতে এই প্ল্যানের আওতায় ভর্তির ক্ষেত্রে রোজ ১০০০ টাকা করে নগদের সুবিধা মেলে। তবে রোগী যদি আইসিইউ-তে চিকিৎসাধীন হল, সেক্ষেত্রে এই সীমা ২০০০ টাকা অবধি বৃদ্ধি পায়।

উল্লেখ্য, বর্তমান সময়ে চিকিৎসা পরিষেবা অত্যন্ত ব্যয়সাপেক্ষ হয়ে গিয়েছে। আর্থিকভাবে দুর্বল মানুষ তো বটেই, মধ্যবিত্তদের ক্ষেত্রেও এটি বহন করা অত্যন্ত চাপের একটি বিষয়। এই পরিস্থিতিতে ‘হসপিটাল ডেইলি ক্যাশ বেনিফিট প্ল্যান’ (Hospital Daily Cash Benefit Plan) একটি দারুণ উদ্যোগ। এর মাধ্যমে হাসপাতালে ভর্তির সময়কার নানান খরচের কভারেজ পাওয়া যায়।