বাংলা হান্ট ডেস্ক: এবার দেশে উৎসবের মরশুম শুরু হতে চলেছে। একের পর এক বড় উৎসব দেশজুড়ে মহাসমারোহে সম্পন্ন হবে। এমতাবস্থায়, দেশের সবথেকে বড় ব্যাঙ্ক SBI (State Bank of India) তার গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার সামনে এনেছে। মূলত, SBI গ্রাহকরা এখন সাশ্রয়ী সুদের হারে হোম লোন পেতে পারেন। একটি বিশেষ প্রচারের অধীনে, SBI হোম লোন গ্রহীতাদের ৬৫ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে। এমতাবস্থায়, ৩১ ডিসেম্বর ২০২৩-এর আগে পর্যন্ত অফারটি উপলব্ধ থাকবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই SBI তাদের ওয়েবসাইটেও এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। মূলত, CIBIL স্কোরের ভিত্তিতে হোম লোনে এই ছাড় পাওয়া যাবে।
CIBIL স্কোর: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, CIBIL স্কোর হল একটি তিন অঙ্কের সংখ্যা যা একজন ব্যক্তির ফাইন্যান্সিয়াল সাক্ষ্য প্রদানের পাশাপাশি তার লেনদেনের হিস্ট্রি সম্পর্কে জানিয়ে দেয়। পাশাপাশি, আপনি কিভাবে আপনার ঋণ বা ক্রেডিট কার্ড পরিচালনা করেছেন সেটিও CIBIL স্কোর মারফত জানা দেয়। ক্রেডিট স্কোরের ভ্যালু ৩০০ থেকে ৯০০-র মধ্যে হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, একজন ব্যক্তির CIBIL স্কোর পেমেন্ট হিস্ট্রি, ক্রেডিট ব্যবহারের রেসিও, ক্রেডিট হিস্ট্রির সময়, নতুন ক্রেডিট অ্যাপ্লিকেশন, পাবলিক রেকর্ড এবং মোট বকেয়া ঋণ দ্বারা প্রভাবিত হয়।
আরও পড়ুন: আর নেই চিন্তা! গ্রাহকদের জন্য এবার এই পরিষেবা শুরু SBI-এর, অ্যাকাউন্ট থাকলেই মিলবে বড় সুবিধা
CIBIL স্কোরের উপর ভিত্তি করে হোম লোনের ওপর কত ছাড় মিলবে: প্রসঙ্গত উল্লেখ্য যে, CIBIL স্কোর ৭৫০ থেকে ৮০০ কিংবা তার ওপরে থাকলে অফার চলাকালীন হোম লোনের সুদের হার হবে ৮.৬০ শতাংশ। এতে ৫৫ বেসিস পয়েন্ট ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি, ৭০০ থেকে ৭৪৯ পর্যন্ত CIBIL স্কোরের জন্য, SBI এই অফারের সময়কালে ৬৫ বেসিস পয়েন্ট ছাড় দিচ্ছে। অফার চলাকালীন কার্যকর হার হল ৮.৭ শতাংশ।
আরও পড়ুন: Axis Bank-এর গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! এবার FD-তে লাফিয়ে বৃদ্ধি পেল সুদের হার
তবে, ৫৫০ থেকে ৬৯৯ পর্যন্ত CIBIL স্কোরের জন্য ব্যাঙ্ক কোনো ছাড় দিচ্ছে না। এটির কার্যকর হার ৯.৪৫ শতাংশ এবং ৯.৬৫ শতাংশ। এদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত CIBIL স্কোরের জন্য, SBI এই অফারের সময়কালে ৬৫ বেসিস পয়েন্ট ছাড় দিচ্ছে। অফার চলাকালীন কার্যকর হার হল ৮.৭ শতাংশ। পাশাপাশি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত CIBIL স্কোরের জন্য, ব্যাঙ্ক কোনো ছাড় দিচ্ছে না। এক্ষেত্রে কার্যকর হার হল ৯.৪৫ শতাংশ।