পড়াশোনার খরচ থেকে বিয়ে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে নো টেনশন! দেখুন সরকারের এই স্কিমগুলি

বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক বাবা-মাই চান নিজেদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে। পড়াশুনা থেকে বিয়ে, সর্বক্ষেত্রে অভিভাবকরা নিজেদের সবটুকু দিয়ে সন্তানকে উপহার দিতে চান এক উজ্জ্বল ভবিষ্যৎ। লেখাপড়া, উচ্চশিক্ষা, বিবাহ, সবকিছুর জন্যই প্রয়োজন হয় টাকার। তাই অনেক বাবা-মা ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয়ের মাধ্যম হিসেবে বেছে নেন কিছু সরকারি স্কিমকে (Scheme), যেগুলি সুরক্ষিত করবে আপনার সন্তানের ভবিষ্যৎ।

আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব তেমনই কিছু স্কিম (Scheme) সম্পর্কে

• সুকন্যা সমৃদ্ধি যোজনা : কন্যা সন্তানদের জন্য ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) নিয়ে আসেন। কন্যা সন্তানের নামে বাবা-মায়েরা অ্যাকাউন্ট খুলতে পারেন এই যোজনায়। আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে অত্যন্ত সহায়ক হতে পারে এই স্কিম।

• পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ  : বাবা-মায়েরা নিজেদের সাথেই সন্তানের জন্য খুলতে পারেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ অ্যাকাউন্ট (PPF Account)। পিপিএফে বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করা যায়। দীর্ঘমেয়াদী এই বিনিয়োগ প্রকল্প আপনার সন্তানের ভবিষ্যতের উচ্চ শিক্ষা বা বিয়ের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে।

Government Scheme

• বালিকা সমৃদ্ধি যোজনা : বিপিএল তালিকাভুক্ত পরিবারের কন্যা সন্তানেরা জন্মের পর প্রতি মাসে ৫০০ টাকা করে অনুদান পেয়ে থাকেন এই যোজনার মাধ্যমে। কন্যা সন্তানের পড়াশোনার জন্য অত্যন্ত সহায়ক বালিকা সমৃদ্ধি যোজনা (Balika Samriddhi Yojana)।

আরোও পড়ুন : প্রতি গানে পারিশ্রমিক ১০ কোটি টাকা! অরিজিৎ-শ্রেয়ার চেয়েও “দামি” বলিউডের এই শিল্পী

• ন্যাশন্যাল সেভিংস সার্টিফিকেট বা এসএসসি : নূন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করে পোস্ট অফিসে খোলা যেতে পারে ন্যাশন্যাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate) বা এসএসসি। ১০ বছর বা বেশি বয়সীদের জন্য এখানে অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

All you need to know about Mukhya Mantri Nijut Moina Government scheme

• কিষাণ বিকাশপত্র : নাবালিকা কন্যার নামে নূন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করে শুরু করা যেতে পারে কিষাণ বিকাশপত্র। দীর্ঘ মেয়াদী এই স্কিমে ১১৫ গুণ পর্যন্ত আসতে পারে রিটার্ন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর