পশ্চিমবঙ্গে খুলে যাচ্ছে স্কুল কলেজ, ঠিক কবে থেকে শুরু হবে ক্লাস জানালো নবান্ন

বাংলা হান্ট ডেস্কঃ করোনার বাড়বাড়ন্তের জন্য পশ্চিমবঙ্গে (West Bengal) জারি হয়েছিল বিধিনিষেধ। লোকাল ট্রেন, স্কুল, কলেজ, অফিস সমস্ত কিছুতেই পড়েছিল প্রভাব। তবে এবার ধীরে ধীরে শিথিল হচ্ছে সেসব কড়া নীতি। করোনার ভয় কিছুটা সরে যাওয়ার কারণে জনজীবন ফের সচালচল করতে পদক্ষেপ নিচ্ছে নবান্ন (Nabanna)। আর সেই কারণেই এবার বিধিনিষেধের নতুন নিয়ম জারি করা হল।

নবান্নের নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩ ফ্রেব্রুয়ারি থেকেই রাজ্যে স্কুল কলেজ খুলছে। এছাড়াও রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। যা আগে রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত ছিল। রাজ্যে বিধিনিষেধ ১লা ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

  • নতুন সিদ্ধান্ত অনুযায়ী পার্ক, বিনোদন পার্ক খুলে দেওয়া হবে।
  • সরকারি ও বেসরকারি অফিসের ক্ষেত্রে ৭৫ শতাংশ কর্মী রাখা যাবে।
  • রেস্তরাঁ, বার ও সিনেমা হলে ৭৫ শতাংশ লোক হাজির থাকতে পারবে।
  • রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ৭৫ শতাংশ মানুষ উপস্থিত থাকতে পারবেন।
  • নির্বাচনী প্রচারে ২০০ জনই উপস্থিত থাকতে পারবেন।
  • দিল্লি ও মুম্বই থেকে কলকাতা আসার বিমানে নিষেধাজ্ঞা রইল না।
  • ব্যাঙ্গালুরু থেকে কলকাতার বিমানে ছাড় এখনই নয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর