রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি মাত্র ছ’দিন! এবার বড় সিদ্ধান্ত নিল পর্ষদ, বলা হল…

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে আরও কমিয়ে আনা হয়েছে গ্রীষ্মের ছুটি (Summer Vacation)। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। নতুন শিক্ষাবর্ষ থেকে স্কুলের ছুটিতে বড়সড় কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education)। জানিয়ে রাখি, আগামী আগামী শিক্ষাবর্ষে গরমের ছুটি মাত্র ৬ দিন ধার্য করা হয়েছে। গ্রীষ্মাবকাশ ১১ মে থেকে ১৬ মে।

রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি কাটছাঁট করে মাত্র ছ’দিন | Summer Vacation

মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশ করা ছুটির ক্যালেন্ডার অনুযায়ী দেখা যাচ্ছে, ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত ওই ছুটির দিন ধরা হয়েছে। অর্থাৎ, ২০২৬-এ সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়ারা গরমের ছুটি দেওয়া হচ্ছে মাত্র ৬ দিন করে। গত বছরের তুলনায় যা অনেক কম।

কি বলছে পর্ষদ? পর্ষদের যুক্তি, নিয়ম মতে বছরে স্কুলগুলিকে মোট ৬৫টি ছুটি দেওয়া হয়। বর্তমান সময়ে নতুন করে অনেক ছুটি দেওয়া হচ্ছে। ফলে গরমের ছুটিতে কাটছাঁট করতে হয়েছে। পর্ষদের এক আধিকারিকের কথায়, এখন অতিরিক্ত গরমের জন্যও প্রায় প্রতি বছরই রাজ্য সরকার স্কুলগুলিতে বাড়তি ছুটি দিয়ে থাকে।

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে মাত্র ছ’দিন করে দেওয়া হয়েছে। এটা কি বাস্তবসম্মত? বাস্তবে অপরিকল্পিতভাবে হঠাৎ দেড় মাসের বেশি ছুটি দিয়ে দেওয়া হয়।’ তিনি বলেন, ‘আমরা বারবার দাবি জানিয়ে আসছি, আগের ৮৫টি ছুটি ফিরিয়ে দিলে বিদ্যালয় কর্তৃপক্ষ আঞ্চলিক পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট ছুটি ব্যবহার করতে পারবে।’

summer vacation(1)

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী কি বিধায়ক নন? প্রশ্ন উঠল হাইকোর্টে, কড়া মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই গ্রীষ্মে তাপমাত্রা অনেক বেশি থাকছে রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ, একাধিক জেলায় লু পরিস্থিতি তৈরি হয়। সেই সময় পরিস্থিতি বুঝে গ্রীষ্মকালীন ছুটির দিন বাড়ানো হয় স্কুলগুলিতে।