একী কাণ্ড! পৃথিবী ঘুরছে উল্টোপথে, মাথায় হাত বিজ্ঞানীদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভূ বৈজ্ঞানিকদের মতে, সৌরজগতের আর পাঁচটা গ্রহের মতোই নীল গ্রহ বা পৃথিবীর (Earth) গঠনও অত্যন্ত জটিল। বিশেষ করে পৃথিবীর অভ্যন্তরীণ বিভাগ বিজ্ঞানীদের কাছে কৌতূহলের অন্যতম একটি বিষয়। মূলত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে পৃথিবীর অভ্যন্তরকে। এগুলি হল- ক্রাস্ট, ম্যান্টল ও কোর।

পৃথিবীকে (Earth) নিয়ে বৈজ্ঞানিকদের নয়া পর্যবেক্ষণ

এবার পৃথিবীর অভ্যন্তরের এই অংশেই দেখা যাচ্ছে অদ্ভুত পরিবর্তন। পৃথিবীর (Earth) অভ্যন্তরে কোর অংশে কমে গিয়েছে ঘূর্ণন। বৈজ্ঞানিকদের পর্যবেক্ষণ, পৃথিবীর কোর অংশে ঘূর্ণন কমে গিয়ে থেমেও যায়। পৃথিবীর উপরিভাগ যেদিকে ঘুরছে, তার ঠিক বিপরীত অভিমুখে এখন ঘুরছে এই কোর অংশ। ড্যানিশ সিসমোলজিস্ট ইঙ্গ লেম্যান ১৯৩৬ সালে দাবি করেন, একটি কঠিন ধাতব বলের উপস্থিতি রয়েছে পৃথিবীর অভ্যন্তরে।

আরও পড়ুন : ছাতা রেডি রাখুন! কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ‘এই’ ৩ জেলায়! আবহাওয়ার খবর

জানা গিয়েছে, এই বল প্রতিনিয়ত ঘুরে চলেছে নিজের মতো করে। এই বলকে কেন্দ্র করে পরবর্তীকালে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। পক্ষে-বিপক্ষে উঠেছে সওয়াল। বলে রাখা ভালো, পৃথিবীর সব থেকে উষ্ণ অঞ্চল এটি। বিপুল পরিমাণ নিকেল ও লোহা মজুদ রয়েছে এই অংশে। এবার পৃথিবীর এই কেন্দ্র অংশের ঘূর্ণনের ক্ষেত্রে দেখা দিয়েছে বিরাট পরিবর্তন।

আরও পড়ুন : LoC-তে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের! চলল এলোপাথাড়ি গুলি, তৎক্ষণাৎ মোক্ষম জবাব ভারতের

হঠাৎ পৃথিবীর (Earth) কেন্দ্রের এই বিপরীত ঘূর্ণন কী প্রভাব ফেলবে বাসিন্দাদের উপর? আশ্বস্ত করে বিজ্ঞানীরা (Scientist) বলছেন, আশঙ্কার কোনও কারণ নেই। পৃথিবীর কেন্দ্রের এই ঘূর্ণনের প্রভাব পড়বে না উপরিভাগে। তবে গোটা বিষয়টি নজরদারির আওতায় রয়েছে বলে জানিয়েছেন বৈজ্ঞানিকরা। এই বিপরীত ঘূর্ণনে ভয়ের কারণ নেই বলেই মত বিশেষজ্ঞদের।

Scientist says about Earth moving

 

যারা নিয়মিত বৈজ্ঞানিক জার্নাল পড়েন তাদের হয়ত স্মরণে থাকবে, আচমকা পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন বন্ধ হয়ে গিয়েছিল ২০০৯ সাল নাগাদ। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর কেন্দ্রে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি খুব একটা অজানা নয় তাদের কাছে। কেন্দ্রের ঘূর্ণনের অভিমুখ পরিবর্তিত হয় ৩৫ থেকে ৭০ বছরের মধ্যে। আগামী দিনে বৈজ্ঞানিকরা বিপরীত ঘূর্ণনের বিষয়টি নিয়ে ওয়াকিবহাল থাকবেন বলেই জানিয়েছেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X