বাংলাহান্ট ডেস্কঃ এই মহাবিশ্বে ( universe) পৃথিবীর ( earth) মত আর কোনো গ্রহ ( planet) আছে কি না তা নিয়ে বিজ্ঞানীরা বহুদিন গবেষনা চালাচ্ছেন বহুদিন ধরেই। অবশেষে খোঁজ পাওয়া গেল এমনই একটি গ্রহের। বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবীর খুব কাছেই রয়েছে এই গ্রহটি।
চিলির এক টেলিস্কোপ দিয়ে প্রথম এই গ্রহটির সন্ধান পান নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা। গ্রহটির নাম দেওয়া হয়েছে, OGLE-2018-BLG-0677৷ গ্রহটি যে নক্ষত্র কে প্রদক্ষিণ করে তা আমাদের সূর্যের চেয়েও ছোট। সম্ভবত ৬১৭ দিনে ঐ নক্ষত্রকে প্রদক্ষিণ করে গ্রহটি।
তিনটি আইডেন্টিক্যাল টেলিস্কোপ দিয়ে চিলি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দেখেন বিজ্ঞানীরা৷ তারা ঐ গ্রহের দিন রাত্রির ওপর বিস্তর গবেষনা চালাচ্ছেন বলে জানিয়েছেন গবেষক দলের প্রধান হেরেরা মার্টিন।
বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর সাথে এই গ্রহিটির বেশ কিছু সাদৃশ্য রয়েছে।এই গ্রহটি নিয়ে গবেষণা চালিয়ে দেখা গিয়েছে, গ্রহটির আবহাওয়া থেকে শুরু করে সব কিছু পৃথিবীরই মতো। সম্ভবত এই গ্রহের অবস্থান পৃথিবী ও নেপচুনের মাঝের কোনো অংশে।