বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায়শই ডাইনোসরের জীবাশ্মের (Dinosaur Fossil) সন্ধান পান বিজ্ঞানীরা। তবে, এবার এমন একটি আপডেট সামনে এসেছে যেটি অবাক করবে সবাইকে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এবার, বিশ্বের “সবচেয়ে পুরনো” ডাইনোসরের জীবাশ্মের আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ওই ডাইনোসরের বয়স আনুমানিক ২৩.৩ কোটি বছর। প্রবল বৃষ্টির কারণে ভূমিক্ষয়ের পর ব্রাজিলে ডাইনোসরের এই জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে।
বিশ্বের প্রাচীনতম ডাইনোসরের (Dinosaur Fossil) সন্ধান পেলেন বিজ্ঞানীরা:
জানিয়ে রাখি যে, ওই দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলের একটি শহর “সাও জোয়াও ডো পোলেসিন”-এর কাছে এই জীবাশ্মটি (Dinosaur Fossil) আবিষ্কৃত হয়েছে। সবথেকে অবাক করা বিষয় হল, এত পুরনো হওয়া সত্বেও ওই জীবাশ্মটি প্রায় সম্পূর্ণ সংরক্ষিত অবস্থায় রয়েছে। জানা গিয়েছে যে, আবিষ্কৃত জীবাশ্মটি Herrerasauridae ফ্যামিলির ডাইনোসরের। এই ডাইনোসর ট্রায়াসিক পিরিয়ডে পৃথিবীতে বিচরণ করত। তখন শুধুমাত্র একটি মহাদেশ ছিল। যেটির নাম হল “প্যানজিয়া”।
একটি রিপোর্ট অনুযায়ী, Herrerasauridae পরিবারের ডাইনোসর ছিল পৃথিবীতে পাওয়া প্রথম দিকের মাংসাশী ডাইনোসরগুলির মধ্যে একটি। বিজ্ঞানীরা যে জীবাশ্মটিকে (Dinosaur Fossil) খুঁজে পেয়েছেন সেটি আনুমানিক ৮ ফুট লম্বা। ফেডারেল ইউনিভার্সিটি অফ সান্তা মারিয়া (UFSM)-র জীবাশ্মবিদ রদ্রিগো টেম্পের দল এই জীবাশ্মটি আবিষ্কার করেছে।
আরও পড়ুন: যাহ! এবার নিজের “শেষ” বাড়িটিও বিক্রি করে দিলেন মাস্ক, এখন কোথায় থাকছেন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের?
উল্লেখ্য যে, বিজ্ঞানীরা প্রায় ২০ বছর ধরে জীবাশ্মটি (Dinosaur Fossil) যে জায়গায় আবিষ্কৃত হয়েছিল সেখানে গবেষণা করছেন। এর আগেও সেখানে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে, এই এলাকায় ভারী বর্ষণে মারাত্মক ভূমিক্ষয় হয়েছে। যার ফলে জীবাশ্মগুলি দৃশ্যমান হয়েছে। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা ভেবেছিলেন সেখানে কিছু হাড় থাকবে। কিন্তু সেখানে খননকার্য চালানো হলে পুরো ডাইনোসরটিই প্রকাশ্যে আসে।
আরও পড়ুন: খেতে পাচ্ছে না দেশের মানুষ! অথচ ভারতকে টেক্কা দিতে চিন থেকে ফাইটার জেট কিনছে “কাঙাল” পাকিস্তান
এদিকে, এই আবিষ্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিজ্ঞানীরা প্রথমবারের মতো এমন একটি পুরনো জীবাশ্ম (Dinosaur Fossil) খুঁজে পেয়েছেন। এর আগে ২৩.১ কোটি বছরের পুরনো একটি জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। এটি তার চেয়েও পুরোনো। বিজ্ঞানীরা এখন এই ডাইনোসর নিয়ে গবেষণা করবেন। যাতে তাঁরা ডাইনোসরদের পূর্ববতী জীবন সম্পর্কে আরও তথ্য পেতে পারেন। অনুমান করা হয় যে, কয়েক মিলিয়ন বছর আগে একটি গ্রহাণুর সংঘর্ষের ফলে সৃষ্ট ধ্বংসের কারণে পৃথিবী থেকে ডাইনোসরদের নিশ্চিহ্ন করে দিয়েছিল। তৃণভোজী এবং মাংসাশী উভয় প্রকার ডাইনোসর পৃথিবীতে ছিল। সারা বিশ্বে তাদের জীবাশ্ম পাওয়া গেছে।