সুপার কম্পিউটারের ব্যাবহার করে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ইঙ্গিত দিলেন বিজ্ঞানীরা

বাংলাহান্ট ডেস্কঃ মারণ রোগ করোনা ভাইরাসের (COVID-19) জেরে আতঙ্কিত সকলে। মৃত্যু ভয়ে আতকে রয়েছেন বিশ্ববাসী। সমগ্র বিশ্বে এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৩০৮২১৫ জনেরও বেশি মানুষ এবং প্রাণ হারিয়েছেন ১৩০৬২ জনের বেশি মানুষ। এতকিছুর মধ্যেও এই রোগের সম্ভাব্য এক প্রতকার বের করেছেন গবেষকরা। সুপার কম্পিউটার (Super Computer) আশার আলো দেখাচ্ছে এই রোগের প্রতিরোধের বিষয়ে।

corona index 2003171712

চীনের এই মারণ রোগ এখনও অবধি বহু প্রাণ কেড়ে নিয়েছে। সমগ্র বিশ্বে মৃতের সংখ্যা ১৩০৬২ জনেরও অধিক। আতঙ্কে দিন কাটাচ্ছে বিশ্ববাসী। এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তি দিল গবেষকরা। শোনা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ সুপার কম্পিউটার করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে কার্যকর হয়েছে। এক রাসায়নিক যৌগের সন্ধানে কয়েক হাজার সিমুলেশন চালিয়েছিল বিজ্ঞানীরা। মারণঘাতী করোনা ভাইরাস সহ আরও অনেক প্রাণঘাতী ভাইরাস রোধে উপযুক্ত রাসায়নিকের খোঁজ দিতে পারে এই এই সুপার কম্পিউটার।

আবিষ্কার হওয়া এই সুপার কম্পিউটার বিশ্বের সবচেয়ে শক্তিশালী ল্যাপটপটির থেকেও ১০ লাখ গুণ বেশি শক্তিশালী। যার ফলে কিছুটা হলেও আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। ভাইরাসের রোগ বিস্তারে সক্ষম স্পাইক গুলোকে আটকে দিয়ে ভাইরাসের প্রাসারণের ক্ষমতা আটকে দিতে পারে, এমন এক রাসায়নিক যৌগের অপেক্ষায় ছিলেন বিজ্ঞানীরা। সুপার কম্পিউটার তা করতে সক্ষম হয়।

testing kit 8 jpg

তবে এই পদ্ধতিতে এখনই করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে কিনা, তা এখনও সঠিক করে বলেলনি বিজ্ঞানীরা। আরও অনেক পরীক্ষা পদ্ধতির পর তা বলা সম্ভব হবে বলে জানান তাঁরা। ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির গবেষক জেরেমি স্মিথ বলেন, ‘এখনই করোনা ভাইরাসের প্রতিষেধক পাওয়া গেছে, সেটা বলা সম্ভব হচ্ছে না। তবে এই রোগের ভ্যাকসিন তৈরিতে এটি সাহায্য করতে পারে বলে মনে করা হচ্ছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর