ভোল বদল হচ্ছে শিয়ালদা স্টেশনের! সামনে এলো নতুন রূপের নকশা

বাংলাহান্ট ডেস্ক : এটাই কি সেই শিয়ালদা (Sealdah)! আর কয়েকদিন পরে মনে হবে এমনটাই। খুব শীঘ্রই শিয়ালদা স্টেশনের আমূল পরিবর্তনের খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। রেল পরিষেবাকে আরো উন্নত করার জন্য এবং একই সঙ্গে স্টেশন চত্ত্বরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে নানান ধরনের নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে শিয়ালদা স্টেশনের নাম।

একপ্রকার ঢেলে সাজানো হচ্ছে ভারতের এই অতি পরিচিত রেলস্টেশনকে। শিয়ালদা রেল স্টেশনকে সাজিয়ে তোলার জন্য ভারতীয় রেলের তরফ থেকে যে সকল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার নকশা সম্পর্কিত তথ্যও জানা গিয়েছে। সূত্রের খবর, যাত্রী এবং গাড়ি দুটোর ক্ষেত্রেই স্টেশনে প্রবেশের জন্য আলাদা আলাদা চারটি লেন থাকবে। শিয়ালদা কোর্ট থেকে স্টেশন পর্যন্ত আলাদা হয়ে যাবে রাস্তা।

গাড়ি রাখার জন্য আলাদা পার্কিং লটের ব্যবস্থা করা হবে। বি আর সিং হাসপাতালের গা ঘেঁষে তৈরী হবে এই পার্কিং লট। একই সঙ্গে কোচ রেস্তোরাঁ তৈরি করার বিষয়টিও উঠে এসেছে। এই রেস্তোরাঁ তৈরি করার জন্য পুরাতন দুটি কোচকে কাজে লাগানো হবে। চাইনিজ, ইটালিয়ান বিভিন্ন ধরনের খাবার যেমন রেস্তোরাঁয় থাকবে, ঠিক তেমনই ট্রেনের আভ্যন্তরীণ পরিবেশও বজায় রাখা হবে।

newwwwwwwwwww 1

সমস্ত পরিকল্পনাটি করার জন্য খুব শীঘ্রই টেন্ডার ডাকা হবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ইতিমধ্যেই লায়ন্স ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে চারটি ওয়াটারকুলার। সেই ওয়াটার কুলারগুলো রাখা হয়েছে ১১ এবং ১৪ নম্বর প্লাটফর্মে। তবে, শিয়ালদা স্টেশনের পরিকাঠামো বদলের ক্ষেত্রে যে সকল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলো বাস্তবায়িত হলেই যে যাত্রী স্বাচ্ছন্দ্য বেড়ে যাবে তা বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর