বাংলাহান্ট ডেস্ক : আজ বুধবার, ৮ ই জানুয়ারি কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর জন্মদিন। বেঁচে থাকলে ৯১ বছরে পা দিতেন তিনি। অথচ এই দিনেই বড় ধাক্কা পেলেন সুপ্রিয়া দেবীর নাতি অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। দীর্ঘ ১৭ বছরের সম্পর্কে ইতি ঘটল তাঁর। ভেঙে পড়েছেন ‘রোশনাই’ এর আরণ্যক।
দীর্ঘদিনের সম্পর্ক শেষ হল শনের (Sean Banerjee)
১৭ বছর, সময়টা নেহাত কম নয়। এই দীর্ঘ সময়ের সঙ্গীকে বুধবার হারিয়ে ফেললেন শন (Sean Banerjee)। মৃত্যু হয়েছে তাঁর আদরের পোষ্য কোকোর। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে এই খারাপ খবরটি জানিয়েছেন শন (Sean Banerjee)। এক ছোট্ট আদুরে পাগ প্রজাতির সারমেয় ছিল অভিনেতার। পোস্টে পোষ্যের কিছু ছবি সহ তার শেষ কাজের ছবিও শেয়ার করেছেন শন (Sean Banerjee)। সঙ্গে জুড়ে দিয়েছেন দিদা সুপ্রিয়া দেবীর একটি ছবি।
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অভিনেতা: শন (Sean Banerjee) লিখেছেন, ‘আমার এটা বলতে হৃদয় ভেঙে যাচ্ছে যে আজ সকালে কোকো আমাদের ছেড়ে চলে গিয়েছে। ওর মৃত্যুতে আমাদের হৃদয়ে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। ও যে ভালোবাসা আর আনন্দ আমাদের দিয়েছে তা চিরকাল মনে থাকবে। আমাদের সঙ্গে ১৭ বছরেরও বেশি সময় ধরে ছিল। আমার অন্তরের মতো আমার বাড়িও ফাঁকা হয়ে গিয়েছে।’
আরো পড়ুন : চারদিকে মৃতদেহের পাহাড়! ধ্বংসস্তূপে পরিণত হওয়া তিব্বতে ফের কাঁপল মাটি, হাহাকার দেশজুড়ে
দিদার জন্মদিনেই ধাক্কা খেলেন শন: তিনি আরো লিখেছেন, ‘অদ্ভূত কাকতালীয়ভাবে আমার দিদার ৯১ তম জন্মবার্ষিকীতেই ও আমাকে ছেড়ে চলে গেল। আমার মনে হয় এটা হওয়ারই ছিল, আর তাঁরা কোথাও একসঙ্গে মিলিত হয়েছে। সবকিছুই কোনো একটা কারণে হয় বলে আমার বিশ্বাস। ওর সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো আমার মনে থাকবে’।
আরো পড়ুন : ‘দেবীয়ানদের ক্ষমতা দেখলে বি…’, নেটপাড়ায় ‘দাদাগিরি’ দেব ভক্তদের, রুদ্রনীল লিখলেন…
শন জানান, বিগত ৬ মাস ধরে অসুস্থ ছিল তাঁর পোষ্য কোকো। পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল সে। গত কয়েক দিন ধরে ভালো করে খাওয়াদাওয়াও করছিল না সে। তবে মন থেকে ভেঙে পড়লেও ছুটি নেননি শন। পোষ্যের শেষ কাজ মিটিয়েই সিরিয়ালের শুটিংয়ে চলে যান শন।
View this post on Instagram