অজিত ডোভালের নিরাপত্তা লঙ্ঘন, NSA-র বাড়িতে ঢুকতে গিয়ে গ্রেফতার এক ব্যক্তি

বাংলা হান্ট ডেস্কঃ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের নিরাপত্তা লঙ্ঘনের একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। বুধবার সকালে এক ব্যক্তি গাড়ি নিয়ে ডোভালের বাড়িতে ঢোকার চেষ্টা করে। যদিও, সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মীরা তাকে সঠিক সময়ে ধরে ফেলে। বর্তমানে দিল্লি পুলিশের স্পেশাল সেলের টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তি বারবার বলছিল যে, তার শরীরে চিপ লাগানো হয়েছে এবং তাকে দূর থেকে রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে পুলিশের তদন্তে তার শরীরে কোনো চিপ পাওয়া যায়নি। হেফাজতে নেওয়া ব্যক্তি কর্ণাটকের বেঙ্গালুরুর বাসিন্দা। দিল্লি পুলিশের অ্যান্টি টেরর ইউনিট ও বিশেষ সেল ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে।

অজিত ডোভালকে ভারতের জেমস বন্ডও বলা হয়। তিনি পাকিস্তান ও চীনের চোখের বালি বলেই পরিচিত। ডোভাল অনেক সন্ত্রাসী সংগঠনেরও লক্ষ্যবস্তু। গত বছরের ফেব্রুয়ারিতে জইশ সন্ত্রাসীর কাছ থেকে ডোভালের অফিসের রেকির একটি ভিডিও পাওয়া যায়। সন্ত্রাসী এই ভিডিওটি তার পাকিস্তানি হ্যান্ডলারকে পাঠিয়েছিল। এর পর ডোভালের নিরাপত্তা বাড়ানো হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর