বাংলাহান্ট ডেস্ক: ‘খেলা হবে’, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে অত্যন্ত সুপরিচিত স্লোগানটিকে হাতিয়ার করেই নিজের কামব্যাকের ঘোষণা করেছিলেন করণ জোহর (Karan Johar)। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani) ছবির ট্রেলারে এটাই ছিল ইউএসপি। আলিয়া ভাটের মুখে ‘খেলা হবে’ শুনে জোর বিষম খেয়েছিল বাংলার মানুষ। কিন্তু শেষমেষ সেন্সর বোর্ডের কাঁচিতে বদল হল অনেক কিছুই।
আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে রকি অউর রানি কি প্রেম কাহানি। এই ছবির হাত ধরেই পরিচালনায় কামব্যাক করছেন করণ। মুক্তির আগে নিয়ম মাফিক সেন্সর বোর্ডের অনুমতির জন্য আবেদন করতে হয়েছে নির্মাতাদের। জানা গিয়েছে, বেশ কিছু দৃশ্য এবং সংলাপে কাটছাঁট কথা হয়েছে বোর্ডের তরফে।
কী কী বদল হয়েছে ছবিতে? সূত্রের খবর, কিছু ছোটখাট বদলের সঙ্গে সঙ্গে বড়সড় পরিবর্তনও করা হয়েছে দৃশ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সংলাপ ছবিতে থাকা নিয়ে আপত্তি প্রকাশ করেছে সেন্সর বোর্ড। সেই সঙ্গে বদল হয়েছে একটি বিতর্কিত দৃশ্যেও।
জানা যাচ্ছে, একটি কুরুচিকর শব্দ বদলানো হয়েছে। ‘ব্রা’ শব্দটি বদলে করা হয়েছে ‘আইটেম’। একটি জনপ্রিয় পানীয়ের ব্র্যান্ড ‘ওল্ড মঙ্ক’ এর নাম বদলে করা হয়েছে ‘বোল্ড মঙ্ক’। এরপর আসছে বড় বদল। লোকসভা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দুটি সংলাপ সম্পূর্ণ মুছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অন্তর্বাসের দোকানের একটি সংলাপও মুছে দেওয়া হয়েছে। মহিলাদের প্রতি অসম্মানজনক বলে অভিযোগ করে মুছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
শুধু তাই নয়, ট্রেলারে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটি দৃশ্য বিতর্কের সৃষ্টি করেছিল। বাঙালিদের প্রতি অবমাননার অভিযোগ আনা হয়েছিল। সেই দৃশ্যেও কিছু বদল আনা হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, বলিউডে পরিচালক হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিটি নিয়ে আসছেন করণ জোহর। এই ছবিতে রণবীর সিং এবং আলিয়া ভাট ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়রা।