করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ২৪ মার্চ লকডাউন ঘোষনা হয় গোটা দেশজুড়ে। বন্ধ হয়ে যায় ভারতীয় রেলের (indian railway) পরিষেবাও। আনলকডাউনে বেশ কয়েকটি পরিষেবা আগের মতো স্বাভাবিক হলেও এখনো ছন্দে ফেরেনি ভারতীয় রেল। নিয়মিত ট্রেনের বদলে এই মুহুর্তে দেশের বিভিন্ন প্রান্তে চলছে স্পেশাল ট্রেন (special train)। এবার সেই স্পেশাল ট্রেনগুলির সময়সীমা আরো বাড়িয়ে দিল দক্ষিণ পূর্ব রেল। একনজরে দেখে নিন কবে পর্যন্ত চলবে কোন স্পেশাল ট্রেন
১.হাতিয়া – যশোবন্তপুর স্পেশালঃ হাতিয়া থেকে এই ট্রেনটি প্রতি মঙ্গলবার, এবং যশোবন্তপুর থেকে প্রতি বৃহস্পতিবার ছাড়ে। হাতিয়া থেকে এই ট্রেন ছাড়বে ১৮-০১-২১ থেকে ২৯ – ০৩- ২০২১ পর্যন্ত , যশোবন্তপুর থেকে ১০-০১-২১ থেকে ২৫ – ০৩- ২০২১ পর্যন্ত।
২. টাটানগর যশোবন্তপুর স্পেশালঃ টাটানগর থেকে এই ট্রেনটি প্রতি শুক্রবার , এবং যশোবন্তপুর থেকে প্রতি সোমবার ছাড়ে। টাটানগর থেকে এই ট্রেন ছাড়বে ০৮-০১-২১ পর্যন্ত , যশোবন্তপুর থেকে ১১ – ০১- ২০২১ পর্যন্ত।
৩. হাওড়া যশোবন্তপুর স্পেশালঃ এই ট্রেনটি প্রতিদিনই চলাচল করছে । হাওড়া থেকে এই ট্রেন ছাড়বে ১২-০১-২১ থেকে ২৩ – ০৩- ২০২১ পর্যন্ত , যশোবন্তপুর থেকে ১০-০১-২১ থেকে ৩১ – ০৩- ২০২১ পর্যন্ত।
৪. হাওড়া এর্ণাকুলাম স্পেশালঃ হাওড়া থেকে এই ট্রেনটি প্রতি শনিবার, এবং এর্ণাকুলাম থেকে প্রতি মঙ্গলবার ছাড়ে। হাওড়া থেকে এই ট্রেন ছাড়বে ০৯-০১-২১ থেকে ২৭ – ০৩- ২০২১ পর্যন্ত , এর্ণাকুলাম থেকে ১২-০১-২১ থেকে ৩০ – ০৩- ২০২১ পর্যন্ত।
৫. হাওড়া পন্ডিচেরি স্পেশালঃ হাওড়া থেকে এই ট্রেনটি প্রতি রবিবার, এবং পন্ডিচেরি থেকে প্রতি বৃহস্পতিবার ছাড়ে। হাওড়া থেকে এই ট্রেন ছাড়বে ১০-০১-২১ থেকে ২৮ – ০৩- ২০২১ পর্যন্ত , পন্ডিচেরি থেকে ১৩-০১-২১ থেকে ৩০ – ০৩- ২০২১ পর্যন্ত।
৬. সাতরাগাছি পুনে স্পেশালঃ সাতরাগাছি থেকে এই ট্রেনটি প্রতি শনিবার, এবং পুনে থেকে প্রতি সোমবার ছাড়ে। সাতরাগাছি থেকে এই ট্রেন ছাড়বে ০২-০১-২১ থেকে ২৭ – ০৩- ২০২১ পর্যন্ত , যশোবন্তপুর থেকে ০৪-০১-২১ থেকে ২৯ – ০৩- ২০২১ পর্যন্ত।
৭. টাটানগর দানাপুর স্পেশালঃ এই ট্রেনটি প্রতিদিনই চলাচল করছে। টাটানগর থেকে এই ট্রেন ছাড়বে ৩১-১২-২০ থেকে ৩০ – ০৩- ২০২১ পর্যন্ত , যশোবন্তপুর থেকে ৩১-১২-২০২০ থেকে ৩১ – ০৩- ২০২১ পর্যন্ত।
৮. হাতিয়া পূর্ণিয়া কোর্ট স্পেশালঃ এই ট্রেনটি প্রতিদিনই চলাচল করছে। হাতিয়া থেকে এই ট্রেন ছাড়বে ৩১-১২-২০ থেকে ৩০ – ০৩- ২০২১ পর্যন্ত , পূর্ণিয়া কোর্ট থেকে ৩১-১২-২০২০ থেকে ৩১ – ০৩- ২০২১ পর্যন্ত।
৯. হাওড়া টাটানগর স্পেশালঃ এই ট্রেনটি প্রতিদিনই চলাচল করছে। হাওড়া থেকে এই ট্রেন ছাড়বে ৩১-১২-২০ থেকে ৩০ – ০৩- ২০২১ পর্যন্ত , টাটানগর কোর্ট থেকে ৩১-১২-২০২০ থেকে ৩১ – ০৩- ২০২১ পর্যন্ত।
১০. হাতিয়া ইসলামপুর স্পেশালঃ এই ট্রেনটি প্রতিদিনই চলাচল করছে। হাতিয়া থেকে এই ট্রেন ছাড়বে ৩১-১২-২০ থেকে ৩১- ০৩- ২০২১ পর্যন্ত , ইসলামপুর থেকে ৩১-১২-২০২০ থেকে ০৩ – ০৪- ২০২১ পর্যন্ত।
১১. হাওড়া পুরী স্পেশালঃ এই ট্রেনটি প্রতিদিনই চলাচল করছে। হাওড়া থেকে এই ট্রেন ছাড়বে ৩১-১২-২০ থেকে ৩০ – ০৩- ২০২১ পর্যন্ত , পুরী থেকে ৩১-১২-২০২০ থেকে ৩১ – ০৩- ২০২১ পর্যন্ত।
১২. হাওড়া রাঁচি স্পেশালঃ এই ট্রেনটি প্রতিদিনই চলাচল করছে। হাওড়া থেকে এই ট্রেন ছাড়বে ৩১-১২-২০ থেকে ৩০ – ০৩- ২০২১ পর্যন্ত , রাঁচি থেকে ৩১-১২-২০২০ থেকে ৩১ – ০৩- ২০২১ পর্যন্ত।
১৩. হাওড়া লোকমান্য তিলক টার্মিনাসঃ হাওড়া থেকে এই ট্রেনটি প্রতি শুক্রবার, এবং লোকমান্য তিলক টার্মিনাস থেকে প্রতি রবিবার ছাড়ে। হাওড়া থেকে এই ট্রেন ছাড়বে ০১ -০১-২১ থেকে ২৬ – ০৩- ২০২১ পর্যন্ত , যশোবন্তপুর থেকে ০৩ -০১-২১ থেকে ২৮ – ০৩- ২০২১ পর্যন্ত।
১৪. টাটানগর ছাপড়া স্পেশালঃ হাতিয়া থেকে এই ট্রেনটি প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং ছাপড়া থেকে প্রতি বুধবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার ছাড়ে। টাটানগর থেকে এই ট্রেন ছাড়বে ৩১-১২-২০ থেকে ২৯ – ০৩- ২০২১ পর্যন্ত , পুরী থেকে ৩১-১২-২০২০ থেকে ৩১ – ০৩- ২০২১ পর্যন্ত।