বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রকাশ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) অপমান করলেন লিওনেল মেসির প্রাক্তন আর্জেন্টাইন সতীর্থ সার্জিও আগুয়েরো (Sergio Aguero)। আর্জেন্টিনার (Argentina) ইতিহাসের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম একজন হলেন এই তারকা ফুটবলার। এছাড়া ইপিএল এবং লা লিগায় দাপটের সঙ্গে দীর্ঘদিন ফুটবল খেলেছেন তিনি। তার মতন বড় মাপের তারকা প্রকাশ্যে সর্বকালের সেরাদের মধ্যে একজনকে নিয়ে এমন মন্তব্য করায় অনেকেই অবাক হয়েছেন।
সম্প্রতি একজন স্প্যানিশ স্ট্রিমারের সাথে বসে রোনাল্ডোর কেরিয়ারের সেরা গোলগুলির একটি ভিডিও দেখছিলেন প্রাক্তন আর্জেন্টাইন ফরোয়ার্ড। রোনাল্ডোর কেরিয়ারের সেরা গোলগুলি দেখে সম্পূর্ণ আবেগহীন ছিলেন তিনি। এমনকি তার মুখ দেখে এটাও অনেকের মনে হতে পারে যে জোর করে তাকে দিয়ে এই কাজটি করানো হচ্ছে। ২০০৮/০৯ সেমিফাইনালে আর্সেনালের বিরুদ্ধে রোনাল্ডোর প্রায় ৪০ গজ দূর থেকে মারা ফ্রি কিকটি দেখে আগুয়েরো বলে ওঠেন যে এটি সম্পূর্ণ গোলকিপারের দোষ এবং রোনাল্ডোর বেশিরভাগ গোল গোলকিপারদের ভুল এবং পর্তুগিজ ফুটবলারের ভাগ্য খুব ভালো ছিল বলে সম্ভব হয়েছে।
Es increíble lo cuñado que es Agüero. Dice que estos goles de falta que salen en el vídeo son suerte y que el gol al Oporto es culpa del portero jajajaja
Ni el mas fan de Messi te diría eso aunque me lo esperaría tampoco voy a mentir. pic.twitter.com/gD0BIj3cNg
— Adri. (@RMadri77) April 3, 2023
আর এই প্রতিক্রিয়া শোনার পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন ফুটবলপ্রেমীরা। অনেকেই মন্তব্য করেছেন যে আগুয়েরো এমনটা বলছেন কারণ তিনি সর্বকালের আর এক সেরা তারকা লিওনেল মেসির প্রিয় বন্ধু। অনেকে তাই পাল্টা দিয়ে বলেছেন যে নিজের বন্ধুকে সেরা মনে করলে এমন কোনও মানে নেই যে বাকিদেরকে এভাবে ছোট করতে হবে।
দু’বছর আগে ফুটবল জগত থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিলেন নিজের হৃদপিন্ডের সমস্যার কারণে। মাত্র ৩২ বছর বয়সে এই প্রতিভাবান স্ট্রাইকার নিজের অবসর ঘোষণা করে দিয়েছিলেন কারণ তার স্বাস্থ্য তাকে সঙ্গ দিচ্ছিল না। তার আগে অবশ্য আর্জেন্টিনার জার্সিতে ৪১ টি এবং নিজের প্রিয় ক্লাব ম্যানচেস্টার সিটির জার্সিতে ২৬০ টি গোল করেছেন তিনি। এরপর তিনি বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এবং রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে একটি গোলও করেছিলেন কিন্তু তারপর আর তার কেরিয়ার এগোয়নি।
রোনাল্ডো অবশ্যই এই মন্তব্য শুনেছেন বা এই নিয়ে বিন্দুমাত্র ভাবিত কিনা এমনটা তার সাম্প্রতিক পারফরম্যান্স দেখে একেবারেই মনে হচ্ছে না। গতকাল আল নাসেরের জার্সিতে নিজের নবম লিগ ম্যাচে সৌদি প্রো লিগে জোড়া গোল করেছেন তিনি। মাত্র তিন মাসের মধ্যে সৌদি লিগে তার ১১ গোল করা হয়ে গিয়েছে এবং তিনি এই মুহূর্তে সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়েও সামিল হয়ে গিয়েছেন। চলতি ক্যালেন্ডার বর্ষে ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড এরলিং হাল্যান্ডের সাথে যুগ্মভাবে তিনি সর্বোচ্চ স্কোরার হওয়া দৌড়ে রয়েছেন। দুজনের নামের পাশেই এপ্রিলের শুরুতে আপাতত ১৫ টি গোল রয়েছে।