করোনা হলেও চাউর না করার নির্দেশ, প্রাণ হাতে নিয়ে কাজ করছেন টেলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা

বাংলাহান্ট ডেস্ক: নতুন সুযোগ, নতুন আশা আর করোনামুক্ত (corona) দিন নিয়ে আসার কথা ছিল ২০২২ এর। গত বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতার স্মৃতি এখনো সকলের মনে টাটকা। অক্সিজেন ও বেডের জন‍্য হাহাকার যেন কানে বেজে এখনো। নতুন বছরে সকলেই চেয়েছিলেন এবার অন্তত মারণ ভাইরাস বিদায় নিক। কিন্তু তা আরো ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁত, নখ বের করে ঝাঁপিয়ে পড়েছে। তৃতীয় ঢেউ থাবা বসাতেই দলে দলে আক্রান্ত টলি ও টেলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা।

এমন অবস্থায় সকলেরই প্রশ্ন একটাই, আবারো কি বাধা পড়বে সিরিয়ালের (serial) শুটিংয়ে? প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় তালা পড়ে গিয়েছিল স্টুডিও পাড়াতে। ওয়ার্ক ফ্রম হোমের মতো শুরু হয়েছিল শুট ফ্রম হোম। কিন্তু তাতে যা হাল হয়েছিল ডেইলি সোপগুলির তা সকলেই দেখেছেন। লক্ষণীয় ভাবে পড়েছিল টিআরপি। পাশাপাশি কলাকুশলীদের পারিশ্রমিক দেওয়া নিয়েও শুরু হয়েছিল বচসা।

Film Shooting
এবারেও কি ওই দিকেই এগোচ্ছে পরিস্থিতি? জানা যাচ্ছে, আপাতত করোনা বিধি মেনেই কাজ চলছে সেটে। ক‍্যামেরার সামনে ছাড়া সবসময়ই পরতে হচ্ছে মাস্ক। আগের তুলনায় অনেক কম সংখ‍্যক অভিনেতা অভিনেত্রী নিয়ে হচ্ছে এক একটি দৃশ‍্যের শুটিং‌। তবে আনন্দবাজার অনলাইন সূত্রে খবর, টেলিপাড়ার অন্দরে অন্দরে নাকি চলছে অন‍্য ব‍্যাপার।

কারোর করোনা ধরা পড়লেও তাকে মুখ বন্ধ রাখতে বলা হচ্ছে প্রযোজকদের তরফে। সোশ‍্যাল মিডিয়াতেও না জানাতে বলা হয়েছে। করোনা পজিটিভ রিপোর্ট এলে শুটিংয়ে আসতে বারণ করা হয়েছে। এইজন‍্য অনেকেই নাকি মৃদু উপসর্গ থাকলেও করোনা পরীক্ষা না করিয়েই কাজে আসছে। অভিনেত্রী কনীনিকা বন্দ‍্যোপাধ‍্যায় জানান, যতটা সম্ভব সাবধানতা বজায় রেখেই কাজ চলছে। ভয়ে ভয়েই কাজ করছেন কারণ কাজ বন্ধ হয়ে যাক এমনটা চান না কেউই।

দিন কয়েকের মধ‍্যেই একগুচ্ছ নতুন সিরিয়াল আসতে চলেছে। কয়েকটি সিরিয়ালের শুটিং সবে শুরু হয়েছে। অনেক জায়গাতেই কলকাতার বাইরে গিয়ে শুটিং চলছে। সেখানেও সব সময় করোনা বিধি মেনে কাজ করার কথা বলা হচ্ছে অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের।


Niranjana Nag

সম্পর্কিত খবর