বাংলাহান্ট ডেস্ক : মহালয়া আসতে আর মাত্র দুদিন বাকি। প্রতি বছরের মতো এবারও টেলিভিশনের (Serial) বিভিন্ন চ্যানেলে হতে চলেছে মহালয়ার অনুষ্ঠান। ২১ সেপ্টেম্বর ভোরে জি বাংলাতেও সম্প্রচারিত হবে ‘জাগো মা জাগো দুর্গা’। এবারের মহালয়ার অনুষ্ঠানে মহিষাসুর রূপে দেখা যাবে অভিনেতা রুবেল দাসকে, যা মহালয়ার অন্যতম চমক হতে চলেছে।
টিভির (Serial) মহালয়ায় মহিষাসুর রূপে রুবেল
টেলিভিশনের (Serial) মহালয়ার অনুষ্ঠানে আগেও দেখা গিয়েছে রুবেলকে। ২০২১ সালে জি বাংলাতেই মহাদেবের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এবার একেবারে ভিন্ন চরিত্র। শিব থেকে সটান মহিষাসুর! দুই লুকের ছবিই পাশাপাশি শেয়ার করে মুখ খোলেন রুবেল।
কী জানালেন অভিনেতা: তিনি লিখেছেন, ‘একজন অভিনেতা হিসেবে স্বাচ্ছন্দ্য বোধ তখন হয়, যখন নিজেকে ভিন্ন রূপের চরিত্রে ফুটিয়ে তোলা যায়, একদিকে ঈশ্বর, একদিকে অসুর। এবারের মহালয়াতে দেখুন আমার ভিন্ন প্রচেষ্টা মহিষাসুর, ২১ তারিখ শুধুমাত্র জি বাংলাতে। ভালো, মন্দ সবটাই অবশ্যই জানাবেন।’
আরও পড়ুন : বাজারে ইলিশের ছড়াছড়ি, ডায়মন্ড হারবার-গুজরাট থেকে বাংলাদেশের রুপোলি শষ্য, কোনটার কেমন দাম?
কে থাকছেন কোন ভূমিকায়: জি বাংলার (Serial) মহালয়ার অনুষ্ঠানে থাকছেন শ্বেতা ভট্টাচার্যও। দেবী দুর্গা, দেবী শতাক্ষী এবং শাকম্ভরী রূপে দেখা যাবে তাঁকে। রুবেলকে মহিষাসুর রূপে দেখে অনেকে মন্তব্য করেছেন, শ্বেতা যেখানে দেবী দুর্গা রূপে রয়েছেন, সেখানে রুবেলকে মহিষাসুর রূপে মোটেই মানাচ্ছে না। আবার অনেকে অভিনেতাকে (Serial) এই ভিন্ন অবতারে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
আরও পড়ুন : মৃগী সত্ত্বেও কেন স্কুবা ডাইভিংয়ের অনুমতি? জুবিনের মৃত্যুতে উঠে গেল একগুচ্ছ প্রশ্ন
এবারে দেবী দুর্গার শিব রূপে দেখা যাবে ‘অনিকেত’ ওরফে রণজয় বিষ্ণুকে। দেবী জগদ্ধাত্রীর ভূমিকায় আনন্দী ওরফে অন্বেষা হাজরার। নতুন সিরিয়ালের (Serial) ‘উজি’ ওরফে আরাত্রিকা মাইতিকে দেখা যাবে দেবী কৌশিকীর ভূমিকায়। ‘ফুলকি’ ওরফে অভিনেত্রী দিব্যানী মণ্ডল ধরা দিয়েছেন দেবী ত্রিপুরা সুন্দরী রূপে। ‘কুসুম’ (Serial) ওরফে তনিষ্কা তিওয়ারিকে দেখা যাবে দেবী গন্ধেশ্বরী রূপে। ‘পরিণীতা’র পারুল ওরফে ঈশানি চট্টোপাধ্যায় অভিনয় করবেন ভদ্রকালী রূপে। ‘তুই আমার হিরো’ সিরিয়ালের মোহনা মাইতিকে দেখা যাবে দেবী কালী রূপে।