কাশ্মীরে নিকেশ ৭ জঙ্গি, আরও দুজনকে ঘিরে ফেলেছে সেনা, শহীদ দুই জওয়ান

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের কুলগামে সেনা আর জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে। দুই থেকে তিনজন জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনা, দুই তরফ থেকেই ফায়ারিং চলছে। উল্লেখ্য, জম্মু কাশ্মীরে সেনার অল আউট অপারেশন জারি আছে। আর সেই অপারেশনেই গত ৩৬ ঘণ্টায় ৭ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেনার দুই জওয়ানও এই অভিযানে শহীদ হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজৌরির সুন্দরবনি সেক্টরে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছিল। এরপর সেনা সার্চ অপারেশন শুরু করে দেয়। আর তখনই দাদলের জঙ্গলে জঙ্গিদের সেনার জওয়ানরা ঘিরে ফেলে। জঙ্গিরা তখন প্রাণে বাঁচতে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে দেয়। সেনাও পাল্টা গুলি চালায়, যাতে দুজন জঙ্গি নিকেশ হয়। জঙ্গিদের থেকে বিস্ফোটক, আর দুটি একে-৪৭ রাইফেল উদ্ধার করে সেনা।

প্রসঙ্গত, জম্মু কাশ্মীরে সেনা জঙ্গি সাফাইয়ের জন্য অল আউট অপারেশন লঞ্চ করেছে, এরফলে জঙ্গিরা আতঙ্কে রয়েছে আর সেই কারণে তাঁরা প্রায় দিনই গতিবিধি চালাচ্ছে। এর আগে কুলগাম আর পুলওয়ামায় সেনা ৫ জন জঙ্গিকে নিকেশ করেছিল।

জঙ্গিরা আতঙ্কে রয়েছে, কারণ কাশ্মীরে দ্রুত গতিতে তাঁদের সাফাই অভিযান চলছে। একের পর এক জঙ্গিদের কম্যান্ডারকে নিকেশ করছে সেনা। সুন্দরবনির জঙ্গলে যেই দুই জঙ্গিকে নিকেশ করেছে সেনা, তাঁর দুজনেই পাকিস্তানি বলে জানা গিয়েছে। আর এরপর গোটা এলাকায় আরও সুরক্ষা বাড়িয়ে দিয়েছে জওয়ানরা।

Koushik Dutta

সম্পর্কিত খবর