বাংলা হান্ট ডেস্ক: আগামী মাস অর্থাৎ ২০২৫ সালের নভেম্বর থেকে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে (Financial Rules) একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। যেগুলির দ্বারা প্রভাবিত হবেন ব্যাঙ্ক গ্রাহক থেকে শুরু করে ক্রেডিট কার্ড ব্যবহারকারী এবং সরকারি কর্মচারীরাও। মূলত, ওই পরিবর্তনগুলির মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য মাল্টিপেল নমিনেশনেরব্যবস্থা সহ, SBI-র কার্ড ফি-তে পরিবর্তন, PNB-র লকার চার্জ হ্রাস এবং পেনশন সম্পর্কিত নিয়মের নতুন তারিখ অন্তর্ভুক্ত রয়েছে।
১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক আর্থিক নিয়ম (Financial Rules):
ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লকার সংক্রান্ত নিয়মাবলি: জানিয়ে রাখি যে, ১ নভেম্বর, ২০২৫ থেকে ব্যাঙ্কগুলি ডিপোজিট অ্যাকাউন্ট, সেফটি লকার এবং সেফ কাস্টডিতে রাখা জিনিসপত্রের জন্য নতুন নমিনেশন নিয়ম (Financial Rules) লাগু করবে। অর্থ মন্ত্রক জানিয়েছে যে ব্যাংকিং আইন (সংশোধন) আইন, ২০২৫ এর ধারা ১০ থেকে ১৩-র বিধানগুলি ওই তারিখ থেকে কার্যকর হবে। অর্থাৎ, গ্রাহকরা এখন তাঁদের অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ ৪ জনকে নমিনেট করতে পারবেন। তাঁরা যদি চান, তাহলে তাঁরা সকলকে একসাথে নমিনেট করতে পারেন অথবা প্রয়োজনে নমিনিদের কোন ক্রমে অর্থ গ্রহণ করা উচিত তাও তাঁরা ঠিক করতে পারেন। এটি বিরোধ এবং ক্লেমের ক্ষেত্রে বিলম্ব রোধে সহায়তা করবে।
SBI-র কার্ড ফি পরিবর্তন: উল্লেখ্য যে, SBI কার্ড তাদের ফি কাঠামোতে পরিবর্তন (Financial Rules) ঘোষণা করেছে। যা ১ নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে।শিক্ষা-সম্পর্কিত অর্থপ্রদান এখন CRED, Cheq এবং MobiKwik-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে করলে ১ শতাংশ ফি দিতে হবে। তবে, যদি পেমেন্ট সরাসরি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা তাদের POS মেশিনে করা হয়, তাহলে কোনও অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না। এছাড়াও, ১,০০০ টাকার বেশি ওয়ালেট লোড লেনদেনের জন্য ১ শতাংশ চার্জ প্রযোজ্য হবে।

PNB-র লকারের চার্জ কমানো হয়েছে: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তথা PNB আগামী ১৬ অক্টোবর, ২০২৫ তারিখের একটি বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে, তারা তাদের লকার রেন্টের চার্জ কমিয়েছে (Financial Rules)। নতুন হারগুলি ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার ৩০ দিন পরে কার্যকর হবে। এই হ্রাস সমস্ত আকার এবং এলাকার লকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আরও পড়ুন: কেরিয়ারে এই প্রথম! ৩৮ বছর বয়সে ICC ODI র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছলেন রোহিত, গড়লেন ইতিহাস
জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার শেষ তারিখ: সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পেনশনভোগীদের যাতে তাদের পেনশনে কোনও বাধা না থাকে সেজন্য তাঁদের বার্ষিক জীবন প্রমাণ পত্র জমা (Financial Rules) দিতে হবে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, ২০২৫ এর মধ্যে জমা দিতে হবে। ৮০ বছর বা তার বেশি বয়সী পেনশনভোগীদের ইতিমধ্যেই ১ অক্টোবর থেকে শংসাপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ম্যাচ চলাকালীন ফুটবলারকে ছুরিকাঘাতের চেষ্টা! ভারতের এই স্টেডিয়ামে তুমুল চাঞ্চল্য
ইউনিফায়েড পেনশন স্কিমে স্যুইচ করার নতুন তারিখ: কেন্দ্রীয় সরকার জাতীয় পেনশন সিস্টেম (NPS) থেকে ইউনিফায়েড পেনশন স্কিমে (UPS) স্যুইচ করার (Financial Rules) শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে। এটি বর্তমান সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং মৃত পেনশনভোগীদের স্ত্রী/স্বামীদের জন্য দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে এই সমস্ত পরিবর্তনের লক্ষ্য হল ব্যাঙ্কিং এবং পেনশন ব্যবস্থাকে সহজ করা। এছাড়াও, ডিজিটাল পেমেন্টকে সহজ করা ছাড়াও গ্রাহকদের আরও স্বচ্ছতা এবং সুবিধা প্রদান করার দিকটিকেও মাথায় রাখা হয়েছে।













