ওয়াইড-নো বলে মিলবে না DRS, প্রতি ওভারে ১ টি বাউন্সার! IPL-এর একাধিক নিয়ম প্রযোজ্য হবে না T20 বিশ্বকাপে

বাংলা হান্ট ডেস্ক: সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Hyderabad) ৮ উইকেটে হারিয়ে চলতি বছরের IPL (Indian Premier League) জিতেছে KKR (Kolkata Knight Riders)। তবে, এবার IPL-এর লড়াই শেষ হতে না হতেই শুরু হতে চলেছে ক্রিকেটের আরও এক মহাযুদ্ধ। মূলত, আগামী মাসের প্রথম থেকেই ক্রিকেট অনুরাগীরা মেতে উঠবেন T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup)। এবারের T20 বিশ্বকাপে ২০ টি দল অংশ নিচ্ছে। এদিকে, IPL-এ এমন অনেক নিয়ম ব্যবহার করা হয়েছে যেগুলি ২০২৪ সালের T20 বিশ্বকাপে প্রযোজ্য হবে না। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

১. ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম: এই নিয়ম অনুসারে টসের সময়ে প্লেয়িং ইলেভেন ঘোষণা করার ক্ষেত্রে দলের অধিনায়ককে আরও পাঁচজন খেলোয়াড়ের নাম দিতে হয়। যাঁদের তিনি ম্যাচের পরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে চান। তারপর ম্যাচ চলাকালীন যেকোনও দলের অধিনায়ক প্লেয়িং ইলেভেন থেকে একজন খেলোয়াড়কে বাদ দিয়ে ইমপ্যাক্ট অপশনের জন্য দেওয়া নাম থেকে একজন খেলোয়াড়কে ডাকতে পারেন। IPL ২০২৪-এ সমস্ত দল এই নিয়মের সুবিধা নিয়েছে। শিবম দুবেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করে চেন্নাই সুপার কিংস একাধিক ম্যাচ জিতেছে। তবে, T20 বিশ্বকাপে এই নিয়ম প্রযোজ্য হবে না। অর্থাৎ, T20 বিশ্বকাপে খেলবেন ১১ জন খেলোয়াড়।

   

Several rules of IPL will not apply in ICC Men's T20 World Cup.

২. নো বল এবং ওয়াইডের জন্য মিলবে না DRS: IPL-এ খেলোয়াড়রা ম্যাচ চলাকালীন ওয়াইড বল এবং নো বলের জন্য DRS নেওয়ার সুযোগ পেতেন। কিন্তু T20 বিশ্বকাপে তা হবে না। সেখানে খেলোয়াড়রা ওয়াইড ও নো বলের জন্য DRS নিতে পারবেন না।

আরও পড়ুন: একবার চার্জে ছুটবে ৩০০ কিমি! ভারতীয় সেনাকে হাইড্রোজেন চালিত Tata Bus অর্পণ করল IOCL

৩. বোলাররা শুধুমাত্র ১ টি বাউন্সার করতে পারবেন: IPL ম্যাচে প্রত্যেক বোলার ১ ওভারে ২ টি বাউন্সার দিতে পারেন। কিন্তু T20 বিশ্বকাপে এর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। এমতাবস্থায়, T20 বিশ্বকাপের ম্যাচে একজন বোলার ১ ওভারে মাত্র ১ টি বাউন্সার করতে পারেন।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন হয়েছে দল! কিন্তু পরেরবারে মাত্র এই চার খেলোয়াড়কে ধরে রাখবে KKR, তালিকায় রয়েছে বড় চমক

৪. T20 বিশ্বকাপে কোনো স্ট্র্যাটেজিক টাইম আউট থাকবে না: IPL-এ প্রতিটি ইনিংসে আড়াই মিনিটের ২ বার স্ট্র্যাটেজিক টাইম আউট উপলব্ধ থাকে। অর্থাৎ, ১ টি ম্যাচে মোট ৪ বার স্ট্র্যাটেজিক টাইম আউট হয়। কিন্তু, T20 বিশ্বকাপের সময়ে কোনো স্ট্র্যাটেজিক টাইম আউট থাকেনা। বরং, সেখানে ড্রিঙ্কস ব্রেক থাকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর